পুলিশি জুলুমের প্রতিবাদে রাজ্যে তিনদিনের বাস ধর্মঘট

Published By Subrata Halder, 20 May 2025, 04:44 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
বৈঠক হলো কিন্তু সমাধান সূত্র মিলল না। যারফলে ২২ শে মে থেকে
রাজ্যে তিন দিনের পরিবহন ধর্মঘটে অনড় রইল বেসরকারি বাস ও মিনিবাস সংগঠন। আজ পরিবহন ভবনে মালিকদের সংগঠনগুলির সঙ্গে লালবাজারের পুলিশকর্তাদের বৈঠক হয়।
বাস মালিকরা অভিযোগ করেন, প্রতিদিন তাদের পলিউশন কেস বা অন্য কেস খেতেই হয়। বাস মালিকরা কিছুই হাতে পান না। তাহলে তারা ব্যাঙ্ক ঋণের টাকা শোধ করবেন কি করে। পুলিশি জুলুমে বহু বাস রাস্তায় নামছে না। দিনে একটা, দুটো বা তিনটে কেস খেতে বাধ্য করা হচ্ছে। বৈঠক শেষে
ওয়েস্ট বেঙ্গল বাস, মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ নারায়ণ বসু বলেন, লালবাজারের অফিসার রা সার্জেন্টের কেস দেওয়ার বিষয়টি আজই নাকি তাদের কাছ থেকে নতুন শুনলেন।
ফলে মালিকরা বুঝতেই পারছেন পুলিশের জুলুম যেমন ছিল, তেমন থাকবে। তাই বাধ্য হয়েই বৃহস্পতি বার থেকে শনি বার পর্যন্ত লাগাতার তিনদিন বাস ও মিনিবাস পথে না নামানোর সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য দায়ী
সরকারের নিরবতা। কারণ পুলিশি জুলুম বন্ধ না হলে গাড়ি চালান অসম্ভব।

07:23