দিল্লীতে তিনদিনের আন্তর্জাতিক রাইসিনা ডায়ালগ বৈঠক শুরু উদ্বোধন প্রধান মন্ত্রীর

বঙ্গবার্তা ব্যুরো,
বিদেশ মন্ত্রক এবং অবজারভার রিসার্চ ফাউন্ডেশন -এর সহযোগিতায় সোমবার থেকেই দিল্লিতে শুরু হলো দশম রাইসিনা ডায়ালগ আন্তর্জাতিক বৈঠক। প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী পর্বে অংশ নিতে উপস্থিত হয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন। রাইসিনা সংলাপ হল ভূ-রাজনীতি ও ভূ-অর্থনীতি সম্পর্কিত ভারতের প্রধান সম্মেলন, যা গোটা বিশ্বের মানুষের মুখোমুখি হওয়া সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়গুলি সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। রাইসিনা ডায়ালগ একটি বহু-স্তরের আলোচনা যাতে অংশ নেয় বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও ব্যক্তি।


এবারের রাইসিনা ডায়ালগে প্রায় ৩,৭০০ অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন, যার মধ্যে ১৩০টি দেশের ৮০০ জনেরও বেশি বক্তা ও প্রতিনিধি রয়েছেন। অংশগ্রহণকারীদের মধ্যে বর্তমান ও প্রাক্তন রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, আইনপ্রণেতা, কূটনীতিক, নীতি পরিকল্পনাকারী, সামরিক নেতা, বহুপাক্ষিক প্রতিষ্ঠানের প্রধান, ব্যবসায়িক নেতা এবং বিশিষ্ট চিন্তাবিদরা থাকবেন।এই বছরের রাইসিনা ডায়ালগের থিম হল কালচক্র: মানুষ, শান্তি, আমাদের গ্রহ। রাইসিনা ডায়ালগের আলোচনা ছটি মূল থিম্যাটিক স্তম্ভের উপর দাড়িয়ে থাকবে।


প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়েছে, ডায়ালগের রাইসিনা আইডিয়াস পডও আয়োজন করা হচ্ছে। যাতে বৈশ্বিক গুরুত্বের বিষয়গুলি তুলে ধরা হবে। এতে থাকবে এটি ইন্দো-প্যাসিফিক কৌশলগত থিয়েটারে ইউরোপের ভূমিকা থেকে শুরু করে জি২০-তে আফ্রিকান ইউনিয়নের ভূমিকা পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা।

04:55