ট্যাংরার পর এবার কসবায় উদ্ধার একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার

পীযূষ চক্রবর্তী,
ট্যাংরার পর এবার হালতুতে একই পরিবারের তিন সদস্যের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার হালতুর একটি বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় স্বামী, স্ত্রী এবং তাদের আড়াই বছরের শিশুপুত্রের দেহ উদ্ধার করা হয়। অভিজাত এলাকায় একই পরিবারের তিন জনের দেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে। মৃতদের নাম সোমনাথ রায় (৪০), সুমিত্রা রায় (৩৫) এবং আড়াই বছরের রুদ্রনীল রায়। স্ত্রী, পুত্রকে খুনের পর ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হালতুর পূর্বপল্লী এলাকার একটি বাড়িতে সপরিবারে থাকতেন সোমনাথ। মঙ্গলবার সোমনাথ, সুমিত্রা ও রুদ্রনীলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। তারই পুলিশকে খবর দেন। সেখানে পৌঁছয় কসবা থানার পুলিশ। ওই তিনজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে মৃত্যু তা নিয়ে এলাকার লোকজনের ধোঁয়াশা রয়েছে। মৃতদেহের কাছ থেকে সুইসাইড নোট উদ্ধার হয়েছে। এটি আত্মহত্যার ঘটনা বলেই পুলিশের প্রাথমিক অনুমান।