পশ্চিম আফ্রিকার মালিতে তিন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ:

বঙ্গবার্তা ব্যুরো,

ছবি- সোশ্যাল মিডিয়া স্ক্রিনশট

মালির একটি সিমেন্ট কারখানায় কাজ করতেন তিন ভারতীয় শ্রমিক। মঙ্গলবার ১ লা জুলাই একটি সশস্ত্রগোষ্ঠীর কয়েকজন আচমকা ওই কারখানায় হামলা চালায়। বেশ কিছুক্ষণ ওই কারখানার ভিতর থাকার পর তারা তিন ভারতীয় শ্রমিককে তুলে নিয়ে যান।

মালির সরকার জানিয়েছে, আল কায়দা ঘনিষ্ঠ স্থানীয় জঙ্গি সংগঠন নুসরত আল ইসলাম ওয়াল মুসলিমিন বা জেএনআইএম এই কাজের সঙ্গে যুক্ত। তবে আনুষ্ঠানিকভাবে কোনো জঙ্গি গোষ্ঠী এই অপহরণের দায় স্বীকার করেনি। তাছাড়া ওই তিন ভারতীয়ের জন্য কোনো পণ চাওয়া হয়েছে কি না, সেটিও স্পষ্ট করেনি দুই দেশের সরকার।

ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ওই তিন ভারতীয়কে নিরাপদে ফিরিয়ে আনতে ভারত চেষ্টা চালাচ্ছে। তবে ওই যারা অপহরণ করেছেন, তাদের সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের কোনো কথা হয়েছে কি না, তা জানাননি রণধীর জয়সওয়াল।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বামাকোতে ভারতীয় দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ, আইন শৃঙ্খলা বাহিনী ও ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরির ব্যবস্থাপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে ও নিয়মিত যোগাযোগ রাখছে। অপহৃতদের পরিবারের সঙ্গেও দূতাবাস যোগাযোগ করছে। তাদের ফিরিয়ে আনতে ভারত সরকার
দায়বদ্ধ।

বিবৃতিতে আরও বলা হয়েছে ভারত সরকার এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানায় ও মালির সরকারকে অনুরোধ করেছে যাতে তারা দ্রুত ও নিরাপদভাবে অপহৃত ভারতীয়দের মুক্তি নিশ্চিত করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শীর্ষ কর্মকর্তারা পরিস্থিতির ওপর নজর রাখছেন ও ভারতীয় নাগরিকদের দ্রুত ও নিরাপদ মুক্তির জন্য সক্রিয় যোগাযোগ চালিয়েছেন।

এই ঘটনার পরে মালিতে ভারতীয় দূতাবাসের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে সব ভারতীয় নাগরিককে সাবধানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনো প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করারও নির্দেশ দেওয়া হয়েছে।