বঙ্গবার্তা ব্যুরো, দিল্লী
পশ্চিম আফ্রিকার মালিতে গত ১ লা জুলাই অপহৃত তিন ভারতীয় শ্রমিকের এখনো খোঁজ নেই।
কারখানায় কর্মরত অবস্থায় ওই তিন পরিযায়ী শ্রমিকদের অপহরণ করে নিয়ে যায় আল কায়দার শাখা সংগঠন জামাত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন বা জেএনআইএম।
ভারত সরকার ওই তিন ভারতীয় শ্রমিকের মুক্তির জন্য মালি সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলছে। তবে সশস্ত্র জঙ্গিরা ওই তিন জনকে কোথায় রেখেছে বা আদৌ তারা জীবিত আছে কি না তা জানাতে পারেনি মালি সরকার। তবে ভারতের বিদেশ মন্ত্রক কে তারা জানিয়েছে, সর্ব স্তরের চেষ্টা চলছে।

