মনিরিত্নমের ছবির ট্রেলারে তিন সেকেণ্ডের চুম্বন দৃশ্য, সমালোচনার ঝড় নেট দুনিয়ায়

Published By Subrata Halder, 30 May 2025, 11:20 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
চলচ্চিত্র থাগ লাইফ এর ট্রেলার প্রকাশের পর থেকেই একটি দৃশ্য নিয়ে চলছে আলোচনা। সেখানে কমল হাসান ও অভিনেত্রী অভিরামীকে দেখা গেছে তিন সেকেণ্ডের একটি ঘনিষ্ঠ চুমুর দৃশ্যে। এই দৃশ্যটি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই তাদের বয়সের পার্থক্য নিয়ে প্রশ্ন তুলে সমালোচনা করছেন দৃশ্যটির। অবশেষে এই নিয়ে মুখ খুললেন অভিরামী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিতর্কিত চুম্বনের দৃশ্য নিয়ে কথা বলেন তিনি। সেখানে তিনি দাবি করেছেন, গল্পের প্রয়োজনেই দৃশ্যটি করা হয়েছে। বাড়তি কিছু নয়।
অভিরামী বলেন, চুম্বনের দৃশ্যটি মাত্র তিন সেকেন্ডের। কিন্তু ট্রেলারে শুধু সেই অংশটাই দেখানো হয়েছে যেটা দর্শকদের বিভ্রান্ত করেছে। পুরো ছবির প্রেক্ষাপট ও ঘটনার প্রবাহে এটি খুবই স্বাভাবিক ও যৌক্তিকভাবে এসেছে। সিনেমা দেখে পুরোটা না জেনে শুধু ওই তিন সেকেন্ড নিয়ে এত কথা বলাটা অপ্রয়োজনীয় মনে হচ্ছে।
তিনি আরও বলেন, এখনকার সময়ে বিতর্ক এড়ানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। পরিচালক মণি রত্নমের ভিশন বা কাস্টিং নিয়ে তার কিছু বলার ছিল না। এ ধরনের ঘনিষ্ঠ দৃশ্য ছবির প্রচারের কৌশলের অংশ হিসেবেও ব্যবহৃত হয় বলে জানান তিনি। তার মতে, প্রচারের জন্য হয়তো এই দৃশ্যটিকে হাইলাইট করা হয়েছে। দৃশ্যটা পুরোপুরি উপভোগ্য হবে ছবিটি দেখার সময়।
অভিরামী আরও বলেন, ঠিক কেন এই দৃশ্য এত আলোচনায় এল তা তিনি নিশ্চিত নন। তবে তিনি মনে করেন, কমল হাসান সবসময় সাহসী বিষয়বস্তু নিয়ে কাজ করেন এবং সেটিই হয়তো এই বিতর্কের পেছনে অন্যতম কারণ। হে রাম ছবিতে কমল হাসান যেভাবে পরিপক্বভাবে অন্তরঙ্গতা দেখিয়েছেন, সেদিকেও তিনি ইঙ্গিত করেন।
অভিরামির বক্তব্য, পর্দায় অন্তরঙ্গতা এখন খুব সাধারণ একটি বিষয়। ধীরে ধীরে দর্শকের দৃষ্টিভঙ্গিও বদলাবে বলে বিশ্বাস করেন তিনি।
মণি রত্নম পরিচালিত থাগ লাইফ সিনেমাটি মুক্তি পাচ্ছে ৫ ই জুন। এতে অভিনয় করেছেন তৃষা ও সিলামবারাসন ট্রি-সহ একঝাঁক দক্ষিণী তারকা। ছবিটি দর্শকদের আকর্ষণ করবে বলে দাবি করেছেন অভিনেত্রী।

18:31