টাইম ম্যাগাজিনের প্রভাবশালী তালিকায় ট্রাম্প, ইউনুস

TIME 100 list 2025 no Indian included

Upload By K. Halder at 17th March 2025, 06:48 PM

বঙ্গবার্তা ব্যুরো,
সদ্য প্রকাশ পেয়েছে ২০২৫ সালের টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকা। এই তালিকায় উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে টেসলার সিইও ইলন মাস্ক এমন অনেক মুখ।এবারের তালিকায় স্থান পেয়েছেন নোবেল শান্তি পুরস্কার জয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস।
তবে বিস্ময়ের এ বছরের তালিকায় কোনও ভারতীয়ের নাম নেই। ২০২৪ সালে এই তালিকায় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবং অলিম্পিকে পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিকের নাম থাকলেও ২০২৫ সালের তালিকায় এমন কেউ নেই। যদিও নেতা বিভাগে এ বছর অন্তর্ভুক্ত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত রেশমা কেওয়ালরামানি, যিনি ভেরটেক্স ফার্মাসিউটিক্যালস এর সিইও। এছাড়াও নেতা বিভাগে রয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টমার, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রমুখ।
এ তালিকায় অন্যান্যদের মধ্যে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আলশারা। আছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ, পডকাস্ট হোস্ট জো রোগান, গায়ক এড শিরান, অভিনেত্রী ক্রিস্টেন বেল, ডেমি মুর, স্কারলেট জোহানসন, টেনিস তারকা সেরেনা উইলিয়ামস প্রমুখ।