কলকাতা পুরসভার ১১৩ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির

TMC Blood Donation Camp in Kolkata Ward 113

Upload By K. Halder at 20th March 2025, 11:21 AM

বঙ্গবার্তা ব্যুরো,
টালিগঞ্জের ১১৩ ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও স্থানীয় পৌর প্রতিনিধি শ্রীমতী অনিতা কর মজুমদারের উদ্যোগে আজ বাঁশদ্রোণী বিবেকানন্দ অ্যাসোসিয়েশনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের উদ্বোধন করেন মাননীয় বিদ্যুৎ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ মালা রায়, সায়নী ঘোষ, কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশীষ কুমার, বরো চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী সহ টালিগঞ্জ ও যাদবপুরের পৌর প্রতিনিধিরা।

20:32