শুভেন্দুকে মুর্শিদাবাদে ঢুকতে দেওয়া হবে না হুঁশিয়ারি হুমায়ুনের

বঙ্গবার্তা ব্যুরো,
বাগযুদ্ধ ক্রমশ উত্তপ্ত হচ্ছে। মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে বিরোধী দলনেতা বলেছিলেন আগামী বছর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারাবেন। এর পাশাপাশি তিনি বলেন তৃণমূলের যে সব মুসলিম বিধায়করা জিতে আসবেন তাঁদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবেন। এদিন তাঁর কথারই জবাব দিলেন হুমায়ুন কবীর। তিনিও বিধানসভার বাইরে সাংবাদিকদের বলেন, ওনার যা ব্যবস্থা করার করা হবে।
শুভেন্দুকে তিনি ৭২ ঘন্টা সময়সীমা বেঁধে দেন। বলেন এর মধ্যে হয় নিজের কথা প্রত্যাহার করতে হবে নয়ত ক্ষমা চাইতে হবে। নাহলে যা করার করা হবে। তিনি বলেন উনি মুসলিম বিধায়কদের আছাড় মারার কথা বলেছেন, আমরা কি রসগোল্লা খাওয়াব। ঠুসে দেব।
হুমায়ুন এই প্রসংঙ্গে ২০১৬ সালের ঘটনার কথা মনে করিয়ে দেন। তিনি বলেন সেই সময় শুভেন্দু সাংসদ এবং মুর্শিদাবাদের পর্যবেক্ষক ছিলেন তাও ওকে মুর্শিদাবাদে ঢুকতে দিই নি। সেখান থেকে পালিয়ে এসেছিল। সার্কিট হাউস থেকে মমতাকে বলেছিল আমাকে টিকিট না দিতে। আমাকে টিকিট দেয় নি। ফল কী হয়েছিল তা সবাই জানেন।
হুমায়ুন বলেন এখন ৪২ জন মুসলিম বিধায়ক আছেন, এবার ওঁদের সঙ্গেই শুভেন্দুকে মোকাবিলা করতে হবে। ওর ঘরের সামনে গিয়েই মুসলিম বিধায়করা যা বোঝার বুঝে নেবে।