ছবি নিয়ে বিভাজন স্পষ্ট তৃণমূলে


বঙ্গবার্তা ব্যুরো,


এবার ‘ছবি’ নিয়ে আড়াআড়ি বিভাজন তৃণমুল কংগ্রেসে।বিভাজনের জেরে নাজেহাল হচ্ছেন জেলার নেতারা। তাঁরা বুঝতেই পারছে্ন না কী করবেন। পিসি-ভাইপোর অন্তর্দ্বন্দ্বে তারা চিঁড়ে চ্যাপ্টা হচ্ছেন বলেই জানাচ্ছেন। যদিও প্রকাশ্যে কেউই এই নিয়ে কোনো মন্তব্য করতে চাইছেন না।


সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে জেলার নেতাদের কাছে ২০২৫ সালের ক্যালেন্ডার পাঠানো হয়। তাতে ছবি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জানা গেছে দুই ছবির মধ্যে অভিষেকেরটি নাকি মমতার চেয়ে বড়। গোল বেধেছে এই ছবির আকার নিয়ে। খবর নেত্রীর কানে পৌঁছতে দেরি হয় নি। খবর পাওয়া মাত্র দলের রাজ্য নেতারা নড়েচড়ে বসেন। তড়িঘড়ি জেলা নেতাদের কাছে বার্তা যায় ওই ছবি ব্যবহার করা যাবে না। রাজ্য নেতৃত্ব তাদের পাঠানো বার্তায় জেলা সভাপতিদের জানিয়েছেন, দিদি ওই ক্যালেন্ডার ব্যবহার করেন না। ঐটুকুই যথেষ্ঠ। পত্রপাঠ জেলার নেতাদের দেওয়াল থেকে উধাও হয়ে যায় অভিষেকের পাঠানো ক্যালেন্ডার। তাতেও কি ভয় যায়, আড়ালে আবডালে জেলা নেতারা বলছেন কে , কখন ছবি তুলে পাঠিয়ে দেবে তার কী কোনও ঠিক আছে।


এদিকে রাজ্য নেতৃত্বের এই বার্তার কথা পৌঁছে যায় ক্যামাক স্ট্রীটেও। সেখানেও শুরু হয় তৎপরতা। দ্রুত নতুন এক ক্যালেন্ডারের নকশা করে পাঠানো হয়। সেই ক্যালেন্ডারে দু জনের উপস্থিতি থাকলেও অভিষেকের ছবি মমতার চেয়ে ছোট । নতুন এই ক্যালেন্ডার দলের রাজ্য নেতৃত্ব অনুমোদন করেছে কিনা সে কথা দলের কেউই নিশ্চিত করে বলতে পারছেন না। তাই নতুন ক্যালেন্ডারের ভয় তারাই যেনো ক্যালেন্ডারে পরিণত হন।