বঙ্গবার্তা ব্যুরো,
মনিপুর পরিস্থিতি নিয়ে সংসদে বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূল সাংসদদের। আজ রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব, সংসদে মণিপুর পরিস্থিতি নিয়ে শাসকদল বিজেপির ভূমিকার কড়া সমালোচনা করেন। বাজেট নিয়ে কেন্দ্রের উদাসীনতা তুলে ধরে তিনি বলেন, উত্তর-পূর্ব ভারতের মানুষের সুরক্ষা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট ও সম্পূরক অনুদানের জবাবকে চোখে ধুলো দেওয়া বলে উল্লেখ করেন। তিনি বলেন, ২২ মাস ধরে মণিপুর জ্বলছে, অথচ কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এর সঙ্গে মণিপুর টেপ কাণ্ড যুক্ত হয়েছে, যেখানে প্রায় প্রমাণিত যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরেন সিংহের গলাতেই বলা হয়েছে যে এই হিংসা পরিকল্পিতভাবে সৃষ্টি করা হয়েছিল। অর্থাৎ, এটি ছিল রাজ্য-সমর্থিত হিংসা।
তিনি আরও অভিযোগ করেন, কঠিন প্রশ্ন তোলার জন্য সংসদে তৃণমূলকে নিশানা করা হয়েছে। আমরা প্রতিবাদে ওয়াকআউট করেছি, কারণ আমরা অর্থমন্ত্রীর ভাসা-ভাসা উত্তর শুনতে চাই না। মণিপুরের মানুষ বাজেট নয়, পুনরুদ্ধারের জন্য বিশেষ প্যাকেজ, সান্ত্বনা এবং একটি নির্বাচিত সরকার চায়। অথচ কেন্দ্র সেই প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে না। আমরা রাজ্যসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিবৃতির তীব্র নিন্দা করছি বলেও মন্তব্য করেন সুস্মিতা দেব।
প্রায় দু বছর হতে চললো জ্বলছে মনিপুর, সংসদে সরব তৃণমূল
