বঙ্গবার্তা ব্যুরো: আজ আয্যোধার রাম মন্দির প্রতিষ্ঠার প্রথম বছর। সেই উপলক্ষে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের অলঙ্কার গ্রামে রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন ও ভূমিপূজন অনুষ্ঠিত হয়। গত ৮ই জানুয়ারি বহরমপুরে এসে মুর্শিদাবাদের মাটিতে রামচন্দ্রের মন্দিরের শিলান্যাসের দিনক্ষণ ঘোষণা করেছিলেন বঙ্গীয় রাম সেবক পরিষদ চ্যারিটেবল ট্রাস্টের অধ্যক্ষ অম্বিকা নন্দ মহারাজ। সেই অনুযায়ী আজ ভূমি পূজন।
আজকের দিনটিকে কয়েকদিন আগে আরএসএস প্রমুখ মোহন ভাগবত স্বাধীনতা দিবসের সঙ্গে তুলনা করা নিয়ে দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। যদিও বিজেপি র দাবী, স্বাধীনতা ঝুটা হ্যায় বলেছিল বামেরা, স্বাধীনতার পরেও দীর্ঘদিন ক্ষমতায় থাকা কংগ্রেস দেশের মানুষ কে স্বাধীনতার স্বাদ দিতে ব্যার্থ। ভোট রাজনীতির লক্ষে জাতিগত তোষণ করে এসেছে কংগ্রেস। বিজেপি ছাড়া, ভারত বর্ষ তার মহাকাব্যের নায়ক রামচন্দ্রের নামে মন্দির তৈরি করতে পারতোনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই প্রচেষ্টা উল্লেখযোগ্য।