Published By Subrata Halder, 05 May 2025, 07:23 pm
বঙ্গবার্তা ব্যুরো,
জর্ডনের প্রাচীন শহর পেত্রায় বন্যার কারণে জনজীবন বিপর্যস্ত। রাষ্ট্রীয় টেলিভিশনে সরকারি ভাবে জানানো হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ পেত্রা শহর থেকে প্রায় ১৮০০ পর্যটককে সরিয়ে নিয়েছে।
সরকারি মুখপাত্র ইয়াজান মোহাদিন বলেন, ১ হাজার ৭৮৫ পর্যটককে সরানো হয়েছে। অসামরিক প্রতিরক্ষা দল তাদের বেশিরভাগকেই সরিয়ে নিয়েছে। হতাহতের কোন খবর নেই।
জর্ডনের আবহাওয়া কর্তৃপক্ষ একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে প্রাচীন শহরটিতে আকস্মিক বন্যা পরিস্থিতি দেখানো হয়েছে। আতঙ্কিত পর্যটকরা ঐতিহাসিক ট্রেজারির প্রবেশমুখে জড়ো হচ্ছিলেন। এরপরেই তাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। পেত্রা শহরে এর আগেও এমন ঘটনা ঘটেছে। জলবায়ু পরিবর্তনের কারণে ওই অঞ্চলে ঝড়-বৃষ্টির প্রবণতা বেড়ে গেছে।
প্রাচীন শহর পেত্রার মন্দির ও স্থাপত্যগুলো গোলাপি পাথরের পাহাড় কেটে নির্মাণ করা হয়েছে। এটি ইউনেস্কো স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। ২০০৭ সালের এক অনলাইন জরিপে শহরটি বিশ্বের নতুন সপ্তম আশ্চর্যের একটি হিসেবেও নির্বাচিত হয়।