বঙ্গবার্তা নিউজ ডেস্ক:
Published by -Jyotirmay Dutta: Posted November 22.11.2025 at 21:27pm
ছবি- নিজস্ব
এস আই আর এর আতঙ্ক ও চাপে এখনও পর্যন্ত রাজ্যে ৩৪ জনের মৃত্যু হয়ছে । কমিশনের ওয়েবসাইট ভুলে ভরা। ঠিকমত কাজও করছে না। সাধারণ মানুষ থেকে শুরু করে বি এল ও রাও অনেক বিষয়ে হতভম্ব। পুরো প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করা হোক। এত অল্প সময়ে কিভাবে সব কাজ শেষ করবেন বি এল ও
রা ? কুলপি বিধানসভার এখনো লিস্ট বের করেনি কমিশন । কুলপির ক্ষেত্রে ২০০৩ সালে কেনো মানা হচ্ছে । এমন অনেক প্রশ্ন রাজ্যের নির্বাচন কমিশনের দফতরে ডেপুটেশন জমা দিল তৃনমূল কংগ্রেস।

আজ শাসক দলের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও চন্দ্রিমা ভট্টাচার্য্য এবং দুই সাংসদ পার্থ ভৌমিক ও বাপী হালদার কমিশনের দফতরে গিয়ে জমা দেন। বিভিন্ন অভিযোগের পাশাপশি তাদের অভিযোগ, ২০০২ সালের ভোটার লিস্ট দেখলে বোঝা যাচ্ছে প্রত্যেক বুথে ১৫০ থেকে ২০০ জন এর নাম বাদ দেওয়া হয়ছে। ইলেকশন কমিশন ও একটি রাজনৈতিক দলের কথা হয়ছে প্রায় দুই কোটি মানুষের নাম বাদ দেবে তাই এই কাজ করেছে কমিশন বলে অভিযোগ প্রতিনিধি দলের। ছবি ভুল ,ক্রমিক নম্বর ভুল, বাবার নাম স্বামীর নাম এক এমন অনেক ত্রুটি রয়েছে। প্রতিনিধি দলের দাবী, একটা নির্ভুল তালিকা দেওয়া হোক যাতে সাধারণ মানুষ ও বি এল ও রা ঠিক করে কাজ করতে পারে ।চাপড়ায় এক বি এল ও র মৃত্যু হয়ছে, তার সুইসাইড নোটে তিনি মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছেন।
২,৫, ১৪,২০ নভেম্বর ৩০ শে অক্টোবর তৃনমূল কংগ্রেস কমিশনে চিঠি দিলেও কোনো উত্তর মেলেনি বলেও অভিযোগ করেন প্রতিনিধি দলের সদস্যরা। বিভিন্ন দাবী সম্বলিত স্মারক লিপি কমিশনে জমা দেন তারা।
নির্বাচন কমিশন গণতান্ত্রিক প্লাটফর্মটা রাজনৈতিক কাজে ব্যবহার করছেন বলে অভিযোগ করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য। এক কোটির বেশি লোকের নাম বাদ দেবে এই সংখ্যা একটা রাজনৈতিক দল জানছে কিভাবে? কমিশন কি বলছে তা জানানোর দাবী করেন শাসক দলের প্রতিনিধিরা।

