Published by Subrata Halder, 05 May 2025, 12:22 pm
বঙ্গবার্তা ব্যুরো,
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ জেলা সফরের মাত্র কয়েক ঘন্টা আগেই তৃণমূল গোষ্ঠী দ্বন্দ্বের জেরে চলল গুলি। জেলাসদর বহরমপুরে এই ঘটনায় আহত বেশ কয়েকজন তৃণমূল কর্মী। আহত তৃণমূল কর্মী মিঠু জৈন জানান, রবিবার রাত্রি ১১ টা নাগাদ বহরমপুরের বাবুলবোনা রোডে একটি ক্লাবে প্রতিদিনের মতোই তারা বসেছিলেন। হঠাৎ কয়েকজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের আক্রমণ করে। কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোঁড়ে তারা বলে অভিযোগ। আহতদের পিস্তলের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন মিঠু জৈন। ঘটনায় গুরুতর জখম তিনজন। আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তৃণমূল কর্মী মিঠু জৈনের অভিযোগ, আগে তৃণমূলের একটি পদে তিনি ছিলেন। বর্তমানে তিনি কোন পদে না থাকলেও সক্রিয় তৃণমূল কর্মী। দলের নেতা পাপাই ঘোষের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। পুলিশ এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে। তবে মুখ্যমন্ত্রী জেলা সফরের মাত্র কয়েক ঘন্টা আগেই এই ঘটনায় উদ্বেগ পুলিশের। ঘটনায় পাঁচ জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছে বহরমপুর থানায়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। জেলা পুলিশ সুপার কুমার সানী রাজ জানিয়েছেন, রাতে গুলি চালানোর ঘটনায় পুলিশ আয়ুশ সাহা ও সুমন চৌধুরী এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি পিস্তল বাজেয়াপ্ত হয়েছে।

