ভারত পাক সংঘর্ষে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর উদ্যোগ তৃণমূলের

Published By Subrata Halder, 20 May 2025, 04:45 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
পহেলগাম হামলার কড়া জবাব দিতে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ অভিযানে পাকিস্তানের সীমান্ত হামলায় ক্ষতিগ্রস্থ জম্মু ও কাশ্মীরের অনেক পরিবার। সীমান্ত লাগোয়া পুঞ্চ, রাজৌরি, শ্রীনগরসহ পাঞ্জাব ও রাজস্থানের বহু এলাকা পাকিস্তানি গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে স্বজনহারা ও গৃহহীন পরিবারগুলির পাশে দাঁড়াতে তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল জম্মু ও কাশ্মীরে যাবার উদ্যোগ নিয়েছে। ২১ থেকে ২৩ শে মে পর্যন্ত এই প্রতিনিধিদল শ্রীনগর, পুঞ্চ এবং রাজৌরির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবে।
দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই উদ্যোগ নেওয়া হয়েছ। দলীয় সূত্রের খবর, প্রতিনিধি দলে থাকছেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাগরিকা ঘোষ, নাদিমূল হক, মমতাবালা ঠাকুর এবং রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞ্যা। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলবেন। মঙ্গলবার দলের এক্স হ্যান্ডেলে এই সফরের কথা জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত ২২ শে এপ্রিল পহেলগামে লস্কর মদতপুষ্ট টিআরএফ জঙ্গিরা ২৬ জন পর্যটক নৃশংসভাবে হত্যা করে। এর জবাবে ৭ ই মে ভোররাতে ভারত ‘অপারেশন সিঁদুর’ চালায়, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গি ঘাঁটিতে। গুঁড়িয়ে দেওয়া হয় জঙ্গি শিবির। প্রতিশোধ নিতে পাকিস্তানও ভারতের সীমান্ত এলাকায় ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও ব্যাপক শেলিং শুরু করে। ভারতীয় সেনার পাল্টা প্রত্যাঘাতে পাকিস্তানের অন্তত ১১টি বিমান ঘাঁটি ধ্বংস হয় এবং শতাধিক জঙ্গি ও ৩৫-৪০ জন পাকসেনা নিহত হয়। ইসলামাবাদের অনুরোধে নয়াদিল্লি যুদ্ধবিরতিতে রাজি হয়। এই পরিস্থিতিতে দেশ সবার আগে নীতি মেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ।