Published By Subrata Halder, 14 June 2025, 07:12 p.m.
বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্ট সিরিজ অ্যাশেজ নামে পরিচিত। ভারত অস্ট্রেলিয় টেস্ট সিরিজের নাম বর্ডার গাভাসকর ট্রফি। তেমনই এতদিন ভারত ইংল্যান্ড সিরিজ ন পতৌদি ট্রফি নামে পরিচিত ছিল। এবার থেকে এই ট্রফির নাম হচ্ছে অ্যান্ডারসন তেন্ডুলকর ট্রফি দু’দেশের দুই সমসাময়িক ক্রিকেটারকে সম্মানিত করতে চান ইংল্যান্ডের ক্রিকেট কর্তারা। সিরিজটি ২০ জুন থেকে শুরু হবে। এখনও পর্যন্ত ভারত বনাম ইংল্যান্ড সিরিজটি পতৌদি ট্রফি নামে পরিচিত ছিল, কিন্তু এখন এটি তেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি নামে পরিচিত হবে।
প্রাক্তন অধিনায়ক মনসুর আলি পাতৌদির এতে অসম্মান হচ্ছে বলেই মনে করা হচ্ছে । বিসিসিআই কর্তারা আশাবাদী ইসিবি পাতৌদিকে সম্নান জানাবে। ভারতীায় বোর্ডের এক কর্তা জানিয়েছেন, সচিন, অ্যান্ডারসন কে সম্মানিত করা নিয়ে তাদের কোনও আপত্তি নেই। পাশাপাশি, তারা পতৌদি পরিবারের অসম্মানও চান না।
২০০৭ থেকে ইংল্যান্ডের মাটিতে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের বিজয়ী দলকে পাতৌদি ট্রফি দেওয়া হত। এবার সেটা বদলে হচ্ছে অ্যান্ডারসন তেন্ডুলকর ট্রফি। তবে বিসিসিআই, জয় শাহ এবং সচিন তেন্ডুলকরের অনুরোধে পাতৌদির ঐতিহ্য এবং মর্যাদা বাঁচিয়ে রাখতে সচেষ্ট।

বোর্ডের এক কর্তা জানিয়েছেন, পতৌদি ট্রফির নাম বদলানোটা সম্পূর্ণ ইংল্যান্ড বোর্ডের সিদ্ধান্ত। এতে আমাদের কিছু বলার ছিল না। আমাদের কোনও ভুমিকাও নেই । আমরা ইংল্যান্ড ক্রিকেট বোর্ড কে অনুরোধ করেছি ম্যাচের পরে যে পুরস্কারগুলি দেওয়া হয়, সেগুলির মধ্যে অন্তত একটি পতৌদির নামে করতে। ইংল্যান্ড বোর্ড তাতে আশ্বাসও দিয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালীন শনিবার পৃথক ভাবে ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল। কিন্তু বিমান দুর্ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়। ইসিবির এক আধিকারিক ক্রিকবাজকে জানিয়েছেন, ভারতে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার প্রতি সম্মান জানাতে এই অনুষ্ঠান কিছুটা পিছিয়ে দেওয়াই যায়। আপাতত অনুষ্ঠানের জন্য সঠিক দিনের অপেক্ষা করছে বিসিসিআই। তেন্ডুলকর এবং অ্যান্ডারসন দু’জনকেই আমন্ত্রণ জানানো হয়েছিল। শেষ মুহূর্তে এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
