আমাদের দেশকে নিতে পারবেন না, হকিতে জয়ী হয়েই ট্রাম্পকে কটাক্ষ ট্রুডোর

বঙ্গবার্তা ব্যুরো,
ফোর নেশনস ফেস-অফ ফাইনালে কানাডা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মার্কিন যুক্তরাষ্ট্রকে হারানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিদ্রূপ করে বসলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।বোস্টনে আইস হকি ম্যাচে কানাডা ৩-২ গোলে জয়লাভ করার পরপরই ট্রুডো এক্স-এ পোস্ট করে লেখেন “আমাদের দেশ নিতে পারবে না — এবং আমাদের খেলাও নিতে পারবে না,”
কিন্তু ট্রুডোর কেন এই পোস্ট? আসলে গাজা দখলের মতই ট্রাম্প কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের “৫১তম রাজ্য” করে নেওয়ার জন্য তার ইচ্ছা প্রকাশ করেছেন। পাশাপাশি কানাডাকে হারিয়ে মার্কিন হকি দলকে ম্যাচে জয়ী হওয়ার জন্যও উৎসাহ দান করেন।
খেলার আগে ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প লেখেন “আমি আজ সকালে আমাদের মহান মার্কিন হকি দলকে ফোন করে তাদের কানাডার বিরুদ্ধে আজ রাতের জয়ের জন্য উৎসাহ দেব, যারা অনেক কম ট্যাক্স এবং অনেক শক্তিশালী নিরাপত্তা নিয়ে একদিন, সম্ভবত শীঘ্রই, আমাদের প্রিয় এবং খুব গুরুত্বপূর্ণ ৫১তম রাজ্যে পরিণত হবে,” পাশাপাশি তিনি লেখেন যদি গভর্নর ট্রুডো আমাদের সঙ্গে যোগ দিতে চান, তাহলে তিনি সাদরে আমন্ত্রিত। ট্রাম্পের এই দখল করে নেওয়ার ইঙ্গিতেরই কটাক্ষ করেছেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো।