বঙ্গবার্তা ব্যুরো,
একটি স্থায়ী শান্তির মাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হওয়া প্রয়োজন, টেলিফোনে দীর্ঘ কথা বলে সহমত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।মার্কিন প্রেসিডেন্ট ও রুশ প্রেসিডেন্টের মধ্যে টেলিফোনে কথা হওয়ার পর হোয়াইট হাউস থেকে এ কথা জানানো হয়েছে। ট্রাম্প প্রশাসনের অধীনে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে দুই নেতা মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন।
রাশিয়া- ইউক্রেন যুদ্ধ বন্ধের পথ খুঁজতে ট্রাম্প স্থানীয় সময় সকাল ১০টায় পুতিনকে ফোন করেন জানিয়েছেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ ড্যান স্ক্যাভিনো।রাশিয়ায় তখন স্থানীয় সময় সন্ধ্যা ছটা। গত জানুয়ারিতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর দুই প্রেসিডেন্টের মধ্যে এটি ফোনে দ্বিতীয় কথোপকথন। প্রায় ২ ঘণ্টা ধরে তাদের মধ্য কথাবার্তা চলে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে সম্মত হয়েছেন যে রাশিয়া এবং ইউক্রেন পরস্পরের শক্তি পরিকাঠমোতে আঘাত করা ৩০ দিনের জন্য বন্ধ রাখবে। রাশিয়ান সেনাবাহিনীকে সে অনুযায়ী নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে ক্রেমলিন।
রাশিয়া এক বিবৃতিতে বলেছে যে, দুই নেতা ইউক্রেন নিয়ে বিস্তারিত ও স্পষ্ট মতবিনিময় করেছেন। পুতিন জানিয়েছেন সংঘাতের সমাধান সম্পূর্ণ, স্থায়ী ও দীর্ঘমেয়াদী হতে হবে। দুই নেতা ৩০ দিনের যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন, যাতে গত সপ্তাহে ইউক্রেন সম্মতি জানিয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সম্পূর্ন বন্ধ সহমত ট্রাম্প ও পুতিন
