লিবারেশন ডে’ তে পারস্পরিক শুল্ক ঘোষণা ট্রাম্পের, ভারতের উপর চাপল ২৬%

Published By Subrata Halder on 3rd April 2025 at 02:23pm

বঙ্গবার্তা ব্যুরো,
যে দেশ আমেরিকার পণ্যে যতটা শুল্ক চাপিয়ে থাকে, ২ এপ্রিল থেকে সেই দেশের পণ্যে পাল্টা তার উপযুক্ত ‘পাল্টা’ বা ‘পারস্পরিক শুল্ক’ চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেই মতই হোয়াইট হাউসের রোজ গার্ডেনে তুমুল হর্ষধ্বনির মধ্যে এই ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প।বলেন ২রা এপ্রিল এখন থেকে ‘লিবারেশন ডে’ (মুক্তি দিবস) হিসেবে পরিচিত হবে—যেদিন আমেরিকা তার শিল্পকে পুনরায় উদ্ধার করল। আমরা এখন যেসব দেশ আমাদের উপর শুল্ক বসায়, তাদের উপর পারস্পরিক শুল্ক বসাব।


এই শুল্ক আরোপের তালিকা অনুসারে ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানিকৃত পণ্যের উপর ২০% এবং যুক্তরাজ্যের উপর ১০% শুল্ক আরোপ করা হয়েছে। চিনের উপর ৩৪%, ভিয়েতনাম ৪৬%, জাপান ২৪%, দক্ষিণ কোরিয়া ২৫%, থাইল্যান্ড ৩৬% এবং সুইৎজ্যারল্যান্ডের উপর ৩১% শুল্ক চাপানো হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, এই শুল্কগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানিকৃত সকল পণ্যের উপর ১০% বেস শুল্কের অতিরিক্ত হিসেবে আরোপিত হবে।
তবে ভারতের উপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা। ভারত সম্পর্কে কথা বলতে গিয়ে ট্রাম্প নয়াদিল্লির শুল্ক নীতিকে ‘অত্যন্ত কঠিন’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, “ভারত আমাদের পণ্যের উপর ৫২% শুল্ক ধার্য করে, তাই আমরা তাদের উপর এর অর্ধেক—২৬% শুল্ক বসাব।”
তবে আমেরিকার এই শুল্ক আরোপের উপর পাল্টা শুল্ক চাপাতে পারে বিভিন্ন দেশ।আর পাল্টা শুল্ক আরোপ করা হলে মার্কিন অর্থনীতিতে কী রকম প্রভাব পড়তে পারে,তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর।

21:30