এবার ট্রাম্পের কোপে মার্কিন সেনার সর্বাধিনায়ক, বরখাস্ত হলেন জেনারেল ব্রাউন

বঙ্গবার্তা ব্যুরো,
মার্কিন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সামরিক কর্তা, আমেরিকার সেনা সর্বাধিনায়কের পদ থেকে বরখাস্ত করা হয়েছে জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়রকে।আমেরিকার ইতিহাসে জেনারেল ব্রাউন ছিলেন দ্বিতীয় কৃষ্ণাঙ্গ সেনা সর্বাধিনায়ক। ট্রাম্প জানিয়েছেন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ড্যান কেইন জয়েন্ট চিফস অফ স্টাফ-এর নতুন চেয়ারম্যান হতে চলেছেন। কেইন আগে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিতে সামরিক বিষয়ক সহযোগী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রেসিডেন্ট পদে ট্রাম্পের প্রথম বারের মেয়াদে ইরাক-সহ পশ্চিম এশিয়ার দায়িত্বে ছিলেন জেনারেল কেইন। ব্রাউনের পাশাপাশি আরও দুই সামরিক কর্তাকেও বরখাস্ত করা হয়েছে বলে প্রকাশিত খবরে দাবি।
আমেরিকার প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে কয়েক সপ্তাহ ধরে চলা অস্থিরতা জেরে শুক্রবার এই বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে দেশের প্রধান সেনা প্রধান বাছাইয়ের ক্ষেত্রে রাজনীতিকেই প্রাধান্য দিলেন তিনি।এদিকে শুক্রবারই এফবিআইয়ের প্রধান হিসেবে হোয়াইট হাউসে শপথ নিয়েছেন ট্রাম্পের অত্যন্ত অনুগত ব্যক্তি হিসেবে পরিচিত ৪৪ বছর বয়সী ক্যাশ প্যাটেল। মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা বা এফবিআই প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলের মনোনয়ন অনুমোদন করেছে মার্কিন সিনেট।