চুক্তির জন্য দু-মাসের সময়, না হলেই ইরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, জানিয়ে দিলেন ট্রাম্প

Trump’s Ultimatum to Iran

বঙ্গবার্তা ব্যুরো,
টানাপোড়েন চলছে বেশ কিছুদিন ধরেই,এবার প্রায় আল্টিমেটাম দিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লেখা চিঠিতে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন যে ইরানের কাছে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য দুই মাসের সময়সীমা রয়েছে। ট্রাম্প বলেছেন যে তিনি ইরানের পারমাণবিক সক্ষমতার উপর আরও নিয়ন্ত্রণ জারি করতে একটি চুক্তি করতে চান।আর যদি এটা সম্ভব না হয়, তাহলে বিরোধ সমাধানের অন্য ব্যবস্থা নিতে হবে।
ট্রাম্পের লেখা চিঠি মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ গত সপ্তাহে আবুধাবিতে থাকাকালীন সংযুক্ত আরব আমিশাহীর রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে পৌঁছে দেন। পরে সংযুক্ত আরব আমিশাহী তা ইরান প্রশাসনের হাতে তুলে দেয়।
তবে ইরান কোনও হুমকির মুখে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না – এমনটা আগেই জানিয়ে দিয়েছে তেহরান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে পেজেশকিয়ান জানিয়েছিলেন, “আপনারা যা খুশি তাই করুন।” খামেনি সম্প্রতি বলেছেন যে ট্রাম্পের উদ্দেশ্য আলোচনা বা সমস্যা সমাধান করা নয়, আসল উদ্দেশ্য গুন্ডামি করা বা অন্যদের উপর আধিপত্য বিস্তার করা।
ইরানের বারবার দাবি করেছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই গ্রহণ করা হয়েছে। অথচ পশ্চিমী দুনিয়ার অভিযোগ, অসামরিক কাজের জন্য এর চেয়ে বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কোনও যুক্তিগত কারণ নেই। এই অবস্থায় ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনায় না বসে, তাহলে আমেরিকা কীভাবে পদক্ষেপ করবে তা স্পষ্ট নয়।

20:32