ইউক্রেনে সহায়তা বন্ধ করলেন ট্রাম্প, তোপ দাগলেন জেলেনস্কিকে

বঙ্গবার্তা ব্যুরো,
ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তা সোমবার এক ধাক্কায় স্থগিত করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির মধ্যে প্রকাশ্যে সংঘাতের ঘটনা ঘটার পরেই এই সিদ্ধান্ত নিয়ে নিলেন। কিয়েভের ওপর শান্তি আলোচনায় সম্মত হওয়ার জন্য চাপ সৃষ্টি করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন। বলা হচ্ছে ট্রাম্প যুদ্ধ দ্রুত শেষ করতে চান, আর সে কারণেই ইউক্রেনের প্রতি সহায়তা বন্ধের পথে হাঁটলেন। বিরোধী শিবির বা কংগ্রেসের ডেমোক্র্যাটরা ট্রাম্পের এই সিদ্ধান্তকে অবিলম্বে অবৈধ ও বিপজ্জনক বলে নিন্দা করেছেন।
ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে তিনি জেলেনস্কির এই প্রতিরোধ বেশিদিন মেনে নেবেন না। হোয়াইট হাউসে এক বক্তব্যে ট্রাম্প বলেন, “জেলেনস্কি যদি মস্কোর সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি না করেন, তাহলে তিনি বেশিদিন টিকে থাকতে পারবেন না।”
যদিও জেলেনস্কি সোমবার জানিয়েছেন যে তিনি যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ করতে চান। তবে তিনি রাশিয়ার সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন। কারণ ২০১৪ সালে ক্রিমিয়া দখল থেকে শুরু করে ২০২২ সালে পূর্ণ মাত্রার আক্রমণ পর্যন্ত রাশিয়া কখনোই প্রকৃত অর্থে শান্তি আলোচনায় আগ্রহ দেখায়নি। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শেষ করতে গোপন আলোচনা চলছে বলে খবর পাওয়া গেছে, যা ইউক্রেন ও ইউরোপের দেশগুলোর উদ্বেগ বাড়িয়েছে।