Published By Subrata Halder, 29 May 2025 , 12:27 a.m.
বঙ্গবার্তা ব্যুরো,
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে বলেছেন যে পুতিন আগুন নিয়ে খেলা করছেন। ইউক্রেন যুদ্ধে মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় ট্রাম্প তার রাশিয়ান প্রতিদ্বন্দ্বীকে নতুনভাবে আক্রমণ করেন।
মূলত যুদ্ধবিরতি আলোচনা থেমে যাওয়ায় ট্রাম্প তার হতাশা প্রকাশ করেছে। দুই দিন আগে তিনি পুতিনকে একেবারে পাগল বলে মন্তব্য করেছিলেন।
যুদ্ধ শেষ করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা সম্প্রতি তীব্রতর হয়েছে। তবে পুতিনকে শান্তি আলোচনা থামানোর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
নিজের সামাজ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, ভ্লাদিমির পুতিন বুঝতে পারছেন না তা হলো, যদি আমি না থাকতাম, তবে রাশিয়ার জন্য অনেক সত্যিই খারাপ জিনিস এরই মধ্যে ঘটতো।
গত কয়েকদিন ধরে ইউক্রেনে বড় ধরনের হামলা চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনে মস্কোর বিমান হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর খুশি নন। তিনি পুতিনকে নিয়ে এক প্রকার তিরস্কার করে বলেছেন, তার কী হয়েছে ? সে অনেক মানুষকে হত্যা করছে। তিনি পুতিনকে একদম পাগল বলেও উল্লেখ করেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এর আগে বলেছিলেন যে, রাশিয়ার সাম্প্রতিক হামলার বিষয়ে ওয়াশিংটনের নীরবতা পুতিনকে উৎসাহিত করছে। মস্কোর ওপর আরও নিষেধাজ্ঞাসহ জোরালো চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি।
গত রবিবার রাতে ইউক্রেনে রাশিয়া ৩৬৭টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর কমপক্ষে ১২ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছে। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণাঙ্গ আক্রমণ শুরু করার পর এটা ছিল এক রাতে সর্বোচ্চ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা।