Published By Subrata Halder on 2nd April 2025 at 12:39pm
বঙ্গবার্তা ব্যুরো,
বুধবার তাঁর ঘোষিত ‘লিবারেশন ডে’তে নতুন করে শুল্ক বসানোর ঘোষণা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।যে যে দেশ মার্কিন পণ্যের উপর বিপুল ট্যাক্স চাপায় সেই সব দেশের উপর ‘রেসিপ্রোকাল’ বা সমহারে শুল্ক ঘোষণা করতে পারেন ট্রাম্প।তাঁর অভিযোগ বর্ধিত আমদানি শুল্কের কারণে রফতানি করা যাচ্ছে না একাধিক পণ্য৷ এই প্রসঙ্গে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, “দুর্ভাগ্যবশত দীর্ঘদিন ধরে এই সমস্যায় জর্জরিত আমাদের দেশ৷” শুল্কের একটি তালিকাও পেশ করেন তিনি৷ সমস্যার সমাধানের জন্য ট্রাম্পের সিদ্ধান্ত ২ এপ্রিল থেকে ভারত-সহ একাধিক দেশের উপর পারস্পরিক শুল্ক ধার্য করা হবে৷
তবে ট্রাম্পের নতুন শুল্ক বসানোর ঘোষণার ধাক্কা লেগেছে বিশ্বের শেয়ার বাজারে।বোঝাই যাচ্ছে নতুন শুল্ক ঘোষণার আগে বিনিয়োগকারীরা কোনও ঝুঁকি নিতে চাইছেন না।ট্রাম্প আগেই মনে করিয়ে দিয়েছেন, এই নতুন শুল্ক বিশ্বের প্রতিটি দেশের উপর প্রভাব ফেলতে পারে। এক মার্কিন টেলিভিশন চ্যানেলের সঙ্গে কথা বলার সময় তিনি এর জেরে বিশ্বে অর্থনৈতিক মন্দার সম্ভবনার কথা উড়িয়ে দেননি। তবে এই শুল্কের হার কী হবে সে বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চালিয়ে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স৷ সকলে একত্রে প্রেসিডেন্টের কাছে একটি খসড়া পেশ করবেন৷ ক্যারোলিন লেভিট জানিয়েছেন তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প৷


