বঙ্গবার্তা ব্যুরো,
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের হাই ভোল্টেজ আলোচনায় উঠে এল বাংলাদেশ প্রসঙ্গ। বৈঠক শেষে সেই ইস্যুতে ট্রাম্প জানিয়ে দেন যে বাংলাদেশ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার আমি আমার বন্ধু নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিলাম। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুসারে এর পর ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান যে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ প্রকাশ করেন মোদী। এরপর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনাও হয় বলে জানা গেছে।
গত ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশে অশান্তি লাগামছাড়া আকার নিয়েছে।বাংলাদেশ হিন্দু-সহ সংখ্যালঘুদের উপরে হামলা, সীমান্তে বেড়া দেওয়া, ধানমন্ডি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি গুঁড়িয়ে দেওয়ার মতো দেওয়ার মতো ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। পাল্টা হাসিনাকে ফেরানো সহ নানা ইস্যুতে সুর ছড়িয়েছে ইউনুস সরকার। এমন পরিস্থিতিতে বাংলাদেশের বিষয়ে পদক্ষেপ করার ভার ট্রাম্পের পুরোপুরি মোদীর উপর ছেড়ে দেওয়াকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
ট্রাম্পের এই উক্তির মধ্যে দিয়েই পরিষ্কার যে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি আস্থাই রাখছে আমেরিকা।পাশাপাশি বাংলাদেশ সম্পর্কিত বিষয়গুলিতে তিনি নিজে নাক না গলিয়ে তা বন্ধু মোদীই ভালোভাবে পরিচালনা করতে পারবেন বলে মনে করছেন মার্কিন প্রসিডেন্ট ট্রাম্প। যা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য বেশ চাপের বলেই মনে করা হচ্ছে।
ইউনুসের চিন্তা বাড়িয়ে বাংলাদেশের ভাবনা মোদীর উপরই ছেড়ে দিলেন ট্রাম্প
