মাস্কের পেন্টাগন সফর নিয়ে মিথ্যে তথ্য দিচ্ছে নিউ ইয়র্ক টাইমস, তোপ ট্রম্পের

বঙ্গবার্তা ব্যুরো,
মাস্কের পেন্টাগন সফর নিয়ে নিউ ইয়র্ক টাইমসের খবর ‘মিথ্যে’- তোপ দাগলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমস তাদের খবরে জানিয়েছিল পেন্টাগনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গোপন পরিকল্পনার তথ্য এবার জানবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিলিয়নেয়ার বন্ধু ইলন মাস্ক।কারণ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান নাকি পেন্টাগনের প্রতিরক্ষা বিভাগের কার্যালয়ে যাচ্ছেন ২১ মার্চ।শুধু তাই নয় সেই প্রতিবেদনে আরও দাবি করা হয়, চিনের সঙ্গে আমেরিকার যুদ্ধ হলে কী রণনীতি হবে, সেই বিষয়ে নাকি মাস্ককে জানাতে বলা হয়েছে পেন্টাগনকে।
এই নিয়ে গোটা আমেরিকা জুড়ে জল্পনা তৈরি হতেই একে ‘ফেক’ নিউজ বলে তোপ দাগেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ট্রুথ সোশ্যালে একটি পোস্টে, প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, “ফেক নিউজ আবারও তাদের কাজ করছে, এবার ফেইলিং নিউ ইয়র্ক টাইমস। তারা ভুলভাবে বলেছে যে এলন মাস্ক আগামীকাল পেন্টাগনে যাচ্ছেন ‘চিনের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা’ নিয়ে ব্রিফিং নিতে। কতটা হাস্যকর?” তবে ইলন মাস্কের পেন্টাগন যাওয়াকে মিথ্যে বলেন নি ট্রাম্প।চিনের কথা উল্লেখ বা আলোচনাও করা হবে না এটি স্পষ্ট করেছেন তিনি। অন্যদিকে ফেক খবর ছড়ানোর জন্য নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সে নিয়েও কিছু বলেন নি ট্রাম্প।

19:05