Upload By K. Halder at 17th March 2025, 07:42 PM
বঙ্গবার্তা ব্যুরো,
আমেরিকা আর চিনের শুল্কযুদ্ধ চলছে। চিনা পণ্যের আমদানিতে বেজিংয়ের ঘাড়ে ২৪৫ শতাংশ শুল্ক চাপিয়েছে ওয়াশিংটন। চিনের বিদেশ মন্ত্রক বৃহস্পতিবার বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ‘ট্যারিফ সংখ্যার খেলা’ চালিয়ে যায়, তবে চিন তা গ্রাহ্য করবে না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু সপ্তাহ আগে সব দেশের জন্য অতিরিক্ত শুল্ক ঘোষণা করেছিলেন। ভারত, কানাডা, চিন সহ একাধিক দেশের উপর ২ এপ্রিল থেকে ব্যাপক হারে শুল্ক চাপিয়েছিল ট্রাম্প প্রশাসন। চিনের উপর পারস্পারিক কর ১৪৫ শতাংশে পৌঁছেছিল আগেই। এবার তাদের উপরে ২৪৫ শতাংশ কর চাপিয়েছে ওয়াশিংটন।গত সপ্তাহেই, চিন বিশ্ব বাণিজ্য সংস্থায় ডব্লিউটিও মার্কিন শুল্ক নিয়ে নতুন অভিযোগ দায়ের করেন। ওয়াশিংটনকে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘনের অভিযোগে গুরুতর উদ্বেগ বলে জানায়।
আমেরিকার অভিযোগ, ১২৫ শতাংশ শুল্ক চাপানোর পরই সামরিক থেকে মহাকাশ নানা শিল্পের জন্য জরুরি জার্মেনিয়াম, অ্যান্টিমনি, গ্যালিয়াম ইত্যাদির সরবরাহ থামিয়ে দেয় চীন। যার পর শুল্ক বাড়িয়ে ১৪৫ শতাংশ করেছিল ট্রাম্প প্রশাসন। যা এবার বেড়ে ২৪৫ শতাংশ হল। ওয়াশিংটন বলেছে, ট্রাম্প চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে ইচ্ছুক, তবে বেজিংকে প্রথম পদক্ষেপ নিতে হবে। চীনের বক্তব্য, আলোচনা কেবল পারস্পরিক সম্মান এবং সমতার ভিত্তিতে হতে পারে।