যুদ্ধ থামাতে এবার মস্কোর সঙ্গে বৈঠক, না মানলে হুঁশিয়ারি দিয়ে রাখলেন ট্রাম্প

বঙ্গবার্তা ব্যুরো,

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর আলোচনা ভালয় ভালয় শেষ হওয়ার পর এবার রাশিয়াকেও যুদ্ধবিরতির প্রস্তাব মানানোর পথে হাঁটছে ওয়াশিংটন।সেই মতই কাজ শুরু করল ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন ইউক্রেনের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনার জন্য আলোচকরা ‘এই মুহূর্তে’ রাশিয়ায় যাচ্ছেন।তিনি বলেন আশা করি আমরা রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিরতি মেনে নেওয়ার অবস্থান পেতে পারব।ট্রাম্প আরও বিস্তারিত বিবরণ না দিলেও হোয়াইট হাউস পরে জানিয়েছে যে তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফ এই সপ্তাহের শেষের দিকে মস্কো যাচ্ছেন। ইউক্রেন যে কোনও ভাবে যুদ্ধ বিরতিতে রাজি হলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তা নিয়ে কী ভাবছেন সেটাই বড় প্রশ্ন।জানা যাচ্ছে তিনি আছেন যুদ্ধক্ষেত্রেই । ক্রেমলিন জানিয়েছে, কুরস্কের একটি কমান্ড পোস্ট পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট পুতিন।ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে তিনি এখনও রাশিয়াকে বিশ্বাস করেন না। তবে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প।তিনি বলেছেন রাশিয়া যদি যুদ্ধবিরতিতে স্বাক্ষর না করে তবে তিনি মস্কোর উপর ‘ধ্বংসাত্মক’ নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন।তিনি বলেন, “আমি আর্থিকভাবে এমন কিছু করতে পারি যা রাশিয়ার জন্য খুব খারাপ হবে। আমি তা করতে চাই না কারণ আমি শান্তি চাই।”