ফুটবল বিশ্বকাপের ঢাকে কাঠি, ট্রফি নিজের কাছেই রাখতে চান ট্রাম্প

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটনের কেনেডি সেন্টারে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠান হবে। পারে। আগের ঘোষণা অনুযায়ী, ট্রাম্পের তত্ত্বাবধানে কেনেডি সেন্টারে চলছে ২৫৭ মিলিয়ন ডলারের পুনর্গঠন কাজ, যা আগামী বছর যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বর্ষপূর্তি উদযাপন এবং বিশ্বকাপের আয়োজনকে কেন্দ্র করে সম্পন্ন হবে।২০২৬ সালে ফুটবল বিশ্বকাপ, ২০২৮ সালে অলিম্পিক্স, আগামী কয়েক বছরের মার্কিন মুলুকে দুটি মেগা খেলার ইভেন্ট রয়েছে।

শুক্রবার হোয়াইট হাউসে ফিফা সভাপতি ট্রাম্পকে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের একটি টিকিট তুলে দেন। ফিফা সভাপতি বলেন,। তিনি জানান, এই ড্র অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে সারা বিশ্বে এবং একসঙ্গে এক বিলিয়ন মানুষ এটি উপভোগ করবে।ড্র অনুযায়ী, ৪৮টি দলকে ১২টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপ থেকে প্রথম দুই দল এবং সেরা আট তৃতীয় দল নকআউট পর্বে যাবে।

ফিফা প্রেসিডেন্ট বিশ্বকাপ ট্রফিটি ট্রাম্পের হাতে দিয়ে মনে করিয়ে দেন, “একমাত্র ফিফা প্রেসিডেন্ট, দেশের রাষ্ট্রপতি আর যারা এটা জেতে তারাই ট্রফিতে হাত দিতে পারে। আর আপনিও যেহেতু বিজয়ী, তাই আপনিও এটা স্পর্শ করতে পারেন।”

ট্রফি হাতে নিয়ে ট্রাম্প বলেন, ‘ওটা দেয়ালে দারুণ মানাবে। এটি দারুণ এক সোনার খণ্ড।’ তিনি আরও বলেন, মজা করে কেনেডি সেন্টারের নাম পরিবর্তন করে ‘ট্রাম্প/কেনেডি সেন্টার’ রাখা যেতে উল্লেখ্য, কিছুদিন আগে ক্লাব বিশ্বকাপও হয়েছিল আমেরিকায়। ট্রাম্প বলেন, একজন মানুষ আছেন, তার নাম ভ্লাদিমির পুতিন। আমার বিশ্বাস, তিনি বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে আসবেন, আর সেটা নির্ভর করছে কী ঘটে তার ওপর। তিনি আসতে পারেন, আবার নাও আসতে পারেন, কী হবে সেটা তার উপরই একান্ত নির্ভর করছে।