Upload By K. Halder at 15th March 2025, 05:22 PM
বঙ্গবার্তা ব্যুরো,
ফের ইরানকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র শনিবার ওমানে পরমাণু চুক্তি নিয়ে তাদের আলোচনা ‘ইতিবাচক’ ও ‘গঠনমূলক’ হয়েছে বলে বিবৃতি দিয়েছে। ইতালির রোমে শনিবার দ্বিতীয় দফায় আলোচনা হওয়ার কথা রয়েছে।
যদিও আমেরিকার অভিযোগ পরমাণু বোমা তৈরির পথে অনেকটাই এগিয়ে গেছে ইরান।তবে বারবার ইরানের তরফে দাবি করা হয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই গ্রহণ করা হয়েছে।তেহরানের অভিযোগ, নিরস্ত্রীকরণের অজুহাতে পরমাণু বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে ‘কোপ’ বসাতে চাইছে আমেরিকা এবং ইজরায়েল।
এমন পরিস্থিতিতে ওমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি চূড়ান্ত করার দিকে একধাপ এগিয়েছে ইরান।
সেদেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ ওমানে উপস্থিত ছিলেন। বৈঠক সঠিক পথে এগোলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে পরমাণু অস্ত্রের দিকে ছোটার ব্যাপারে সতর্ক করে বলেছেন, ইরান যদি তার কার্যক্রম থেকে সরে না আসে, তাহলে মধ্যপ্রাচ্যের এই দেশের পরমাণু কেন্দ্রগুলোতে হামলা চালাতে তিনি পিছপা হবেন না।
ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে বৈঠকে অংশ নেওয়ার পর মস্কো যাচ্ছেন ইরানের বিদেশমন্ত্রী আরাঘচি। জানা যাচ্ছে ওই বৈঠকের বিস্তারিত নিয়ে আলোচনা করতেই মূলত মস্কো যাচ্ছেন তিনি। আরাঘচি রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং অন্যান্য কর্তাদের সঙ্গে দেখা করবেন।