রোমে ট্রাম্পের সঙ্গে বৈঠক জেলেনেস্কির, আলোচনা সফল জানাল হোয়াইট হাউস

Trump Zelensky Rome Meeting

Upload By K. Halder at 26th April 2025, 08:43 PM

বঙ্গবার্তা ব্যুরো,
রোমে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে গিয়ে, আলোচনায় বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি। শনিবার রোমে উভয় নেতাই এই শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। দুই নেতার মধ্যে এই বৈঠক সফল হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক কর্তা।

ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের ওভাল অফিসে ট্রাম্পের সাথে জেলেনস্কির উত্তপ্ত বৈঠকের পর রোমে এই দ্বিতীয় বৈঠক করলেন দুই নেতা।জেলেনস্কির অফিসের এক মুখপাত্রও ট্রাম্পের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য প্রেসিডেন্ট পদে বসার পর থেকেই রাশিয়া ও ইউক্রেনকে চাপ দিয়ে আসছেন ট্রাম্প। মস্কো সফরে গিয়ে শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ বৈঠক করার কয়েক ঘণ্টা পর ট্রাম্প জানান রাশিয়া-ইউক্রেন একটি চুক্তি সই করার খুব কাছাকাছি পৌঁছে গেছে।তিনি একটি চুক্তি সম্পন্ন করার জন্য কিয়েভ এবং মস্কোর মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের আহ্বান জানিয়েছেন।


এদিকে একদিন আগেই এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন যে নিঃশর্তভাবে যুদ্ধবিরতি মেনে নিতে রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করা দরকার।২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ ও আগ্রাসন শুরু করে রুশবাহিনী। বর্তমানে ইউক্রেনের মোট ভূখণ্ডের ২০ শতাংশ মস্কোর দখলে চলে গেছে। তাই যুদ্ধ বন্ধ হলেও রাশিয়াকে শর্ত মানার জন্য বাধ্য করা হোক।

05:08