বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার, ভারতে এসে মার্কিন উদ্বেগের কথা জানালেন তুলসি গ্যাবার্ড

বঙ্গবার্তা ব্যুরো,
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় বারবার উদ্বেগ প্রকাশ করেছে ভারত।এবার তা শোনা গেল মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের কথায়। ভারতে গোয়েন্দাদের এক সম্মেলনে অংশ নিতে এসে এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন।
মার্কিন যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসি গ্যাবার্ড বলেছেন, “হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের দীর্ঘদিনের দুর্ভাগ্যজনক নিপীড়ন, হত্যা ও নির্যাতন মার্কিন সরকার এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য একটি বড় উদ্বেগের বিষয়।”
হাসিনার বিদায়ের পর থেকেই বাংলাদেশে ক্রমেই বেড়েছে মৌলবাদ। মন্দির থেকে শুরু করে হিন্দুদের বাড়িঘরে ভাঙচুর চলেছে। কয়েক মাস যাওয়ার পরও অত্যাচার থামেনি। ধর্মের নামে চাকরি থেকে জোর করে পদত্যাগ করানো হয় সংখ্যালঘুদের। সাক্ষাৎকারে গ্যাবার্ড জানান যে ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। এই প্রসঙ্গে তিনি বাংলাদেশে ইসলামিক চরমপন্থা ও সন্ত্রাসী উপাদানের উত্থানের কথাও বলেছেন।
এই সাক্ষাৎকারে তুলসি গ্যাবার্ড ‘ইসলামিক খিলাফত’ এর মতাদর্শ এবং কীভাবে বিশ্বব্যাপী চরমপন্থী ও সন্ত্রাসী গোষ্ঠীগুলি একটা নির্দিষ্ট লক্ষ্যে কাজ করে তা নিয়ে কথা বলেছেন। বাংলাদেশে হিংসা ও ধর্মীয় নিপীড়ন ছাড়াও, পাকিস্তানের কুখ্যাত আইএসআই-এর সঙ্গে এর ক্রমবর্ধমান সমন্বয় গত দুই মাসে একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।গ্যাবার্ড বলেন যে ডোনাল্ড ট্রাম্প এই মতাদর্শ চিহ্নিত করে তা থামাতে এবং তিনি যাকে “মৌলবাদী ইসলামিক সন্ত্রাসবাদ” বলে অভিহিত করেন তার উত্থান বন্ধ করতে দৃঢ়প্রতিজ্ঞ।

20:13