মন্তব্য প্রত্যাহারে নারাজ তুষার সংঘ পরিবারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে চান

বঙ্গবার্তা ব্যুরো,
নিজের বক্তব্যে অনড় মহাত্মা গান্ধীর দৌহিত্র তুষার গান্ধী। সংঘ পরিবার এবং বিজেপি সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন তা কোনও অবস্থাতেই প্রত্যাহার করতে রাজি নন তিনি। একই সঙ্গে তিনি জানিয়েছেন সংঘ পরিবারের বিপদ সম্পর্কে দেশবাসীকে সজাগ করার কাজ তিনি চালিয়ে যাবেন।
কেরালায় এক অনুষ্ঠানে তুষার গান্ধী কড়া ভাষায় বিজেপি এবং সংঘ পরিবারের সমালোচনা করেন। তিনি বলেন, বিজেপিকে হারানো সম্ভব, কিন্তু সংঘ পরিবার হচ্ছে বিষাক্ত। ক্যানসারের মতো। এরা দেশের আত্মাকে বিষিয়ে দিতে চাইছে। আমাদের এই বিষয়ে সচতন হতে হবে। তূষার গান্ধীর এই মন্তব্যের পর তাঁর গাড়ির সামনে ্বিক্ষোভ দেখায় বিজেপি, সঙ্ঘ পরিবারের সমর্থকেরা।
তূষার গান্ধী এই বিক্ষোভেরও নিন্দা করেছেন। তিনি বলেন এই ধরণের বিক্ষোভ কেরালার সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এখানে ভিন্ন মতবাদে বিশ্বাসীরাও পাশাপাশি শান্তিপূর্ণ ভাবে বাস করেন।একই সঙ্গে তিনি জানিয়েছেন যাই হোক না কেন সংঘ পরিবারের আসল চেহারা তিনি দেশের মানুষের কাছে তুলে ধরবেন।