আইপিএল টিকিট কালোবাজারি, গ্রেফতার দুই

Two Arrested in Kolkata for IPL Ticket Black Marketing

পীযূষ চক্রবর্তী,
আইপিএল শুরুর আগেই টিকিট কালোবাজারির অভিযোগে দুজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। উদ্ধার হয়েছে বেশ কয়েকটি টিকিট ও নগদ টাকা। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কিনা তার তদন্ত করছে পুলিশ। শনিবার ইডেনে নাইট রাইডার্সের মুখোমুখি হচ্ছে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওই ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে। তার আগে অবশ্য আইপিএল বেটিংয়ের কারবারিরা ক্রীড়া প্রেমীদের ফাঁদে ফেলতে সর্বাত্মক প্রয়াস চালাচ্ছে। তেমনই একটি ফাঁদে পড়ে বেশ কয়েক হাজার টাকা খোয়ালেন ধীরজ মালি নামের এক যুবক। ওই যুবকের অভিযোগ, তিনি সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞাপন দেখেছিলেন যাতে আশিস শর্মা নামে একজন লিখেছেন তার কাছে আইপিএলের টিকিট রয়েছে। কেউ কিনতে চাইলে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওই ফাঁদেই পড়েন ধীরজ। তাকে গিরিশ পার্ক এলাকায় টাকা নিয়ে আসতে বলা হয়, বিনিময়ে টিকিট তিনি পাবেন। ওই যুবক সেখানে গিয়ে মোট ২০ হাজার টাকা দেন পীযূষ মহেন্দ্র নামে একজনকে। বিনিময়ে তার ১০টি টিকিট পাওয়ার কথা থাকলেও তিনি অবশ্য খাম খুলে দেখেন মাত্র দুটি টিকিট রয়েছে। এরপরই তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন। থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ পীযূষ ও তার সহযোগী কামাল হোসেন নামে আরও একজনকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৭টি টিকিট, দুটি মোবাইল এবং ২০ হাজার ৬০০ টাকা। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখছেন গুন্ডা দমন শাখার অফিসাররা।

04:53