বঙ্গবার্তা ব্যুরো,
আপাতত ব্যাঙ্ক ধর্মঘট প্রত্যাহার করে নিল কর্মচারী সংগঠনগুলি। সোমবার, মঙ্গলবার খোলা থাকবে ব্যাঙ্ক। শুক্রবার কেন্দ্রীয় সরকরের অর্থ মন্ত্রকের সঙ্গে ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশনের বৈঠক হয়। বৈঠকে আলোচনা সদর্থক হওয়ায় তুলে নেওয়া হল ধর্মঘট। আপাতত দু‘মাসের জন্য ধর্মঘট স্থগিত রাখা হয়েছে। এর ফলে ব্যাঙ্কিং পরিষেবা সচল থাকবে।
ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস, ইউএফবিইউ ২৪ ও ২৫ তারিখ ধর্মঘটের ডাক দিয়েছিল। ধর্মঘট হলে শনি বার থেকে মঙ্গলবার টানা চারদিন বন্ধ হয়ে যেত পরিষেবা যাতে গ্রাহকরা বড় সমস্যায় পড়তেন। ধর্মঘট উঠে যাওয়ায় সমস্যা থেকে মুক্তি পেলেন সাধারণ মানুষ।
এর আগে ইউএফবিইউ জানিয়েছিল ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের সঙ্গে তাঁদের মীমাংসা বৈঠক ব্যর্থ হওয়ায় তাঁরা ধর্মঘটে অচল ছিলেন। শুক্রবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রক, ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন এবং ইউএফবিইউ এর মধ্যে বৈঠক হয়। সেই বৈঠক সদর্থক হওয়ায় ধর্মঘট তুলে নেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে পরবর্তী সময়ে বৈঠকে দেওয়া প্রতিশ্রুতি কতটা মানা হচ্ছে তা পর্যালোচনা করে তারপর ভবিষ্যত কর্মসূচি নেওয়া হবে। তাই আপাতত বন্ধ প্রত্যাহার করা হচ্ছে।
দেশে দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট প্রত্যাহার
