হঠাৎ আমিরের বাড়িতে একসঙ্গে দুই খান, জেনে নিন ব্যাপারটা কী

বঙ্গবন্ধু ব্যুরো,
আমির, সলমন, শাহরুখ – বলিউডে এই তিন খান মানেই আলাদা সেনসেশন।এই তিন মহাতারকাকে হঠাৎই দেখা গেল একসঙ্গে।আমির খানের বাড়িতে হাজির হয়েছিলেন বলিউডের অন্য দুই বেস্ট ফ্রেন্ড আমির খান ও সলমন খান। তবে নতুন কাজের খবর নাকি! একসঙ্গে অভিনয় করতে চলেছেন তিন খান? ভারতীয় সিনেমায় এমনটা হলে তা হবে একটা মাইলস্টোন।
এর আগে ৩ মহাতারকাকে একসঙ্গে দেখা গিয়েছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং অনুষ্ঠানে। নাটু নাটুতে নাচও করেছিলেন তাঁরা। তবে এবার তিন জনের একসঙ্গে হওয়ার কারণ হিসেবে জানা যাচ্ছে আমির খানের জন্মদিন।আগামী ১৪ মার্চ ৬০ বছরে পা রাখবেন আমির খান। আর তার আগেই তাঁর বাড়িতে পৌঁছলেন বলিউডের অন্য দুই বেস্ট ফ্রেন্ড আমির খান ও সলমন খান।সেই ভিডিয়ো সামনে আসতেই তা ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়।
এর আগে আমির খানই বলিউডে একসঙ্গে ৩ জনের অভিনয় করার কথা বলেন।জানান আমরা তিন জন একসঙ্গে একটা ছবি না করলে খুব খারাপ হবে।তবে হ্যাঁ, তিন খান সহমত হলেও তাদের দাবি একসঙ্গে কাজ করতে একটা ভালো গল্পের প্রয়োজন।ভালো চিত্রনাট্যও দরকার।