ইস্টবেঙ্গলে আবেদন করেছেন দুই লিভারপুল কিংবদন্তি

বঙ্গবার্তা ব্যুরো. সন্দীপ সুর

ছবি- ছবি ইমামি ইস্টবেঙ্গল

ভারতের জাতীয় ফুটবল দলের কোচ হতে চেয়ে আবেদন করেছেন দুই লিভারপুল কিংবদন্তি। এঁদের মধ্যে একজনের আবার ভারতে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। এই দুই অল রেডস প্রাক্তনী হলেন রবি ফাউলার ও হ্যারি কিউয়েল, ব্রাজিলের অনূর্ধ্ব ১৭ দলের কোচ কাইও জানারদি, বার্সেলোনার রিজার্ভ দলের ম্যানেজার জর্ডি ভিনিয়ালস। গত তিন বছর চাইনিজ সুপার লিগের ক্লাবে কোচিং করিয়েছেন তিনি। এবার ভারতের হেড কোচ পদের জন্য তিনি দরখাস্ত পাঠিয়েছেন।

পরিচিত নামের মধ্যে রয়েছেন ইংরেজ কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। দু’বার ভারতীয় দলের কোচ ছিলেন তিনি। ৭৩টি ম্যাচে তিনি দেশের ডাগ আউটে দাঁড়িয়েছিলেন। ২০২২-২৩ মরশুমে কনস্ট্যানটাইন শেষবার লাল-হলুদ শিবিরের কোচ ছিলেন। জামশেদপুর এফসির কোচ খালিদ জামিল, ওড়িশা এফসির সার্জিও লোবেরা এবং মহামেডানের আন্দ্রে চেরনিশভও ভারতের জাতীয় দলের কোচ হতে চেয়ে আবেদন করেছেন।সঞ্জয় সেনও কোচ হওয়ার আবেদন করেছেন।
বুধবার ডুরান্ড কাপে অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল।৷ সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে মরশুমের প্রথম টুর্নামেন্ট অভিযান শুরুর আগেরদিন সাংবাদিক সম্মেলনে অস্কার জানালেন মহম্মদ রশিদ, সাউল ক্রেসপো এবং দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে নিয়ে আগামিকাল নামছেন তিনি ৷একে মরশুমের প্রথম ম্য়াচ, তার উপর অচেনা প্রতিপক্ষ ৷ স্বাভাবিকভাবেই ম্য়াচ কঠিন হবে মানছেন অস্কার ব্রুজোঁ ৷ ইস্টবেঙ্গলের নবাগত মহম্মদ রশিদের পিঠে উঠছে ৭৪ নম্বর জার্সি। প্যালেস্টাইনের এই ফুটবলার লড়াকু যোদ্ধা। তিনি নিজেই একসময়ে বলেছিলেন, ”অসম্ভব বলে কোনও শব্দ প্যালেস্তিনীয়দের অভিধানে নেই। জন্ম থেকেই আমরা যোদ্ধা।’

20:56