বঙ্গবার্তা ব্যুরো,
ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পাকিস্তান ও আফগানিস্তানের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে। দেশগুলির নিরাপত্তা ও বিপদ পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী সপ্তাহ থেকেই কার্যকর হতে পারে। হোয়াইট হাউসে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেই প্রশাসনিক স্তরে একটি নির্দেশিকা জারি করেছিলেন ট্রাম্প। কোন কোন দেশের নাগরিকরা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বিপদের তা ঝাড়াই বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়। ১২ মার্চ পর্যন্ত সেই তালিকা তৈরির ডেডলাইনও দেন ট্রাম্প।
সেই অনুসারেই কোন কোন দেশের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে আংশিক ও পূর্ণ বৈধতা দেওয়া হবে সে তালিকা প্রস্তুত করা হয়েছে।এই তালিকায় নাম নেই পাকিস্তান ও আফগানিস্তান সহ কয়েকটি দেশের। এই তালিকা তৈরি করতে গিয়ে যাদের ‘ভেটিং ও স্ক্রিনিং তথ্য অত্যন্ত অপর্যাপ্ত’ তাদের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করা হয়েছে।অথচ মঙ্গলবারই ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসবিরোধী অভিযানে সহযোগিতার জন্য পাকিস্তানের প্রশংসা করেছিলেন। মঙ্গলবার কংগ্রেসে তার প্রথম ভাষণে ট্রাম্প তালিবান সন্ত্রাসী মহম্মদ শরিফুল্লাহর গ্রেফতারে ইসলামাবাদের সহযোগিতার কথা উল্লেখ করেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষার্থে ভেটিং প্রক্রিয়ার মান ও তথ্যের পর্যাপ্ততা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, ২০১৭ সালে প্রেসিডেন্ট ট্রাম্প মুসলিম সংখ্যাগরিষ্ঠ সাতটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, যা পরবর্তীতে সুপ্রিম কোর্ট কর্তৃক অনুমোদিত হয়। তবে ২০২১ সালে প্রেসিডেন্ট জো বাইডেন এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন।
আমেরিকার জন্য বিপদ এমন দেশের নাগরিকদের জন্য দরজা বন্ধ আমেরিকার, সিদ্ধান্ত ট্রাম্পের
