Upload By K. Halder at 8th March 2025 ,05:57 PM
বঙ্গবার্তা ব্যুরো,
ভারত সফরে এলেন দুবাইয়ের যুবরাজ। মঙ্গলবার দিল্লীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পর তিনি দু দেশের সম্পর্কের কথা বলেন। দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ আল মাকতুমকে বিমানবন্দরে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ গোপি। দুবাইয়ের যুবরাজের এটিই প্রথম সরকারি ভারত সফর। তার সঙ্গে ভারতে এসেছেন মন্ত্রী, সরকারের শীর্ষ আধিকারিক ও উচ্চস্তরীয় এক বাণিজ্য প্রতিনিধি দল। বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার দেওয়া হয়।

দুবাইয়ের যুবরাজ ইউএইর উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে ভারত- আমিরশাহি সম্পর্কের উল্লেখ করেন। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকের পর এক্স হ্যান্ডেলে এ শেখ হামদান লেখেন, নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতে দারুণ আনন্দ পেয়েছি। আমাদের আলাপচারিতা ভারত-আমিরশাহি সম্পর্কের দৃঢ়তা পুনর্ব্যক্ত করেছে, যা বিশ্বাস ও বন্ধুত্বের ওপর প্রতিষ্ঠিত এবং ইতিহাস দ্বারা গঠিত। এই সম্পর্ক, এক যৌথ ভবিষ্যতের স্বপ্নে চালিত, যা সুযোগ, উদ্ভাবন ও টেকসই সমৃদ্ধিতে পরিপূর্ণ।

প্রধানমন্ত্রী মোদী তার সম্মানে একটি ভোজসভার আয়োজন করেন। যুবরাজ আলাদাভাবে বৈঠক করেন বিদেশ মন্ত্রী এস. জয়শঙ্কর এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও। বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর বলেন, “দুবাইয়ের যুবরাজ ও ইউএই-এর উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী মাননীয় হামদান মোহাম্মদ-কে ভারত সফরের শুরুতেই স্বাগত জানাতে পেরে আনন্দিত। আমাদের বিস্তৃত সহযোগিতা ও প্রাণবন্ত দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য তাঁর ইতিবাচক মনোভাবকে আমি যথেষ্ট গুরুত্ব দিচ্ছি।