বঙ্গবার্তা ব্যুরো,
ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির অভিযোগ রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত করতে চাইছে। যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেনের সঙ্গে বৈঠক যাতে না হয় তার সর্বত চেষ্টা চালাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জেলেনস্কির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের চেষ্টা করে যাচ্ছেন ঠিকই কিন্তু ট্রাম্প নিজেও শুক্রবার বলেন যে, এটা তেল এবং ভিনিগারের মতো তাদের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক নেই।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ বলেন, শীর্ষ সম্মেলনের জন্য এজেন্ডা প্রস্তুত থাকলে পুতিন জেলেনস্কির সঙ্গে দেখা করতে প্রস্তুত। কিন্তু এই এজেন্ডা মোটেও প্রস্তুত হয় নি এখনো। এক সপ্তাহের নিবিড় কূটনৈতিক প্রচেষ্টার পর ট্রাম্প প্রথমে আলাস্কায় পুতিনের সঙ্গে এবং পরে ওয়াশিংটনে ইউরোপীয় দেশের নেতাদের ও জেলেনস্কির সঙ্গে দেখা করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, দুই দেশের মধ্যে পরিস্থিতি কঠিন হয়ে উঠছে।
সোমবার রুশ নেতার সঙ্গে ফোনে কথা বলার পর ট্রাম্প বলেন, পুতিন জেলেনস্কি শীর্ষ সম্মেলনের আয়োজন শুরু হয়েছে এবং তিনি এতে যোগ দেবেন। ইউক্রেনের প্রেসিডেন্ট এই পদক্ষেপকে সমর্থন করেছেন, তবে শান্তি চুক্তির ক্ষেত্রে ভবিষ্যতে রাশিয়ার আক্রমণ প্রতিরোধে তিনি পশ্চিমি মিত্রদের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন।
এদিকে কিয়েভ সফরে ন্যাটোর মহাসচিব মার্ক রুট বলেছেন যে, ট্রাম্প অচলাবস্থা ভাঙার লক্ষ্যে কাজ করছেন এবং এই জোট যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে দৃঢ় নিরাপত্তা গ্যারান্টি নিয়ে কাজ করছে, যাতে রুশ রাষ্ট্রপতি পুতিন আর কখনো ইউক্রেন আক্রমণ করার চেষ্টা না করেন সেটি নিশ্চিত করা যায়।
রুটকে জেলেনস্কি বলেন, তিনি চান ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের প্রতিফলন ঘটাক। যেখানে জোটের একজন সদস্যের ওপর আক্রমণকে সব ন্যাটো সদস্যের ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হয়।
জেলেনস্কি বলেন, এটি একটি বড় কাজের শুরু এবং এটি সহজ নয়। কারণ গ্যারান্টির মধ্যে রয়েছে আমাদের অংশীদাররা ইউক্রেনকে কী দিতে পারে। সেইসঙ্গে ইউক্রেনীয় সেনাবাহিনী কেমন হওয়া উচিত এবং সেনাবাহিনীর শক্তি বজায় রাখার জন্য আমরা কোথায় সুযোগ খুঁজে পেতে পারি।

