বিধ্বস্ত গাজায় হাহাকার, কিন্তু ত্রান বিতরণ করা যাচ্ছেনা হতাশ জাতিসংঘ

Published By Subrata Halder, 21 May 2025, 07:07 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
গাজায় এগারো সপ্তাহ অবরোধের পর সীমান্ত অতিক্রম করে ত্রাণ সামগ্রীর গাড়ি পৌঁছলেও এখনো কোনো সহায়তা বিতরণ করা যায়নি বলে জানাল জাতিসংঘ।
ইজরায়েলের সেনা অফিসাররা জানিয়েছেন, মঙ্গলবার গাজায় আটা, শিশু খাদ্য এবং ওষুধসহ ত্রাণের ৯৩টি ট্রাক প্রবেশ করেছে।
কিন্তু জাতিসংঘ জানিয়েছে, কেরেম শালোম ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশে ত্রাণের ট্রাক পৌঁছালেও এখনও পর্যন্ত কোনো ত্রাণ বিতরণ করা হয়নি।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, দলটি ওই অঞ্চলে প্রবেশ করতে ইসরায়েলের অনুমতির জন্য কয়েক ঘণ্টা অপেক্ষা করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, তারা আমাদের গুদামে সেই সরবরাহগুলো আনতে সক্ষম হয়নি।
আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আসন্ন দুর্ভিক্ষের বিষয়ে যখন সতর্ক করেছেন তখন রোববার ইসরায়েল গাজায় প্রাথমিকভাবে একটা পরিমাণের খাদ্য প্রবেশের অনুমতি দিতে রাজি হয়েছে।
অন্যদিকে গাজায় ভয়াবহ সামরিক অভিযানের জেরে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিতের পাশাপাশি দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য।
দেশের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি হাউজ অব কমন্সে জানিয়েছেন যে তারা ইসরায়েলের সঙ্গে একটি নতুন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করেছেন।
তিনি বলেছেন, আমরা ২০৩০ দ্বিপাক্ষিক সম্পর্ক রোডম্যাপের আওতায় সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করবো। নেতানিয়াহু সরকারের কর্মকাণ্ডই এই সিদ্ধান্তকে দরকারি করে তুলেছে। তিনি আরও বলেন যে ইজরায়েলের রাষ্ট্রদূতকে ফরেন অফিসে তলব করে জানানো হয়েছে যে গাজায় ত্রাণ দেওয়ার ক্ষেত্রে ইজরায়েলের অবরোধ সমর্থনযোগ্য নয়।

17:15