কসবায় শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ, তদন্তের নির্দেশ লালবাজারের

Kolkata Police Miscellaneous Order Book 2025

বঙ্গবার্তা ব্যুরো,
চাপে পড়ে কসবা কাণ্ডের তদন্তের নির্দেশ দিলেন কলকাতার নগরপাল মনোজ ভার্মা।গতকাল নবান্নে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যদিও তিনি দাবি করেছিলেন পুলিশও আক্রান্ত হয়েছে। এমন কি পুলিশের ফেসবুক পেজে শিক্ষকদের আক্রমণের ছবি আপলোড করা হয়। যদিও শিক্ষকরা দাবী করেছেন ওই ফুটেজ ডিআই অফিসের নয়।চারদিক থেকে ওই ঘটনার নিন্দা করা হয়। স্যোশাল মিডিয়াতে ঝড় ওঠে, বাধ্য হয়ে কমিশনার নির্দেশ দিয়েছেন বুধবারের ঘটনায় কার নির্দেশে পুলিশ লাঠি চালায় ও লাথি মেরেছে তা জানাতে হবে। অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা
ব্যবস্থা নেওয়া হতে পারে। যদিও কমিশনার এও দাবী করেছিলেন শিক্ষকদের আক্রমণে কয়েকজন পুলিশ আহত হয়েছেন, হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিন্তু ঠেকায় পরে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিতে হলো মনোজ ভার্মা কে।

12:53