বাপরে বাপ পুরসভায় ঘুরছে সাপএলো কোথা থেকে ? উঠছে প্রশ্ন

Published By Subrata Halder on 2nd April 2025 at 03:00 pm

বঙ্গবার্তা ব্যুরো,
কলকাতা পুরসভার প্রিন্টিং প্রেস রুমের ঘরে আজ সকালে ঘর খুলতেই দুফুট লম্বা একটি সাপ কে ঘুরে বেড়াতে দেখেন নিরাপত্তা কর্মী ও এক কর্মচারী।
ভয়ে কেউ আর ঘরে ঢুকতে সাহস করেনি। বনদফতরে খবর দেওয়া হয়। তারা সাপটিকে ধরে নিয়ে যায়। তবে পুরসভার ভিতরে দিনভর চলে সর্প চর্চা।

18:46