Upload By K. Halder at 9th March 2025, 07:29 PM
বঙ্গবার্তা ব্যুরো,
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্ক যুদ্ধে এবার ভারতকে পাশে পেতে চাইছে চিন।এই শুল্ক যুদ্ধের পরিপ্রেক্ষিতে চিন সম্প্রতি দিল্লির উদ্দেশে একাধিক শান্তিপূর্ণ বার্তা দিয়েছে।মঙ্গলবার, দিল্লিতে চিনা দূতাবাস এক বিবৃতিতে বলেছে, “ভারত ও চিনকে একসঙ্গে দাঁড়িয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।” ভারতে অবস্থিত চিনা দূতাবাসের মুখপাত্র ইউজিং এক সোশ্যাল মিডিয়া পোস্টে, আমেরিকার শুল্ক-তোপ মোকাবিলায় ভারত ও চিনকে একযোগে এগোনোর আহ্বান জানিয়ে বার্তা দেন। ইউজিং ‘এক্স’-এ এক দীর্ঘ পোস্টে লেখেন, “চিন-ভারতের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পারস্পরিক স্বার্থের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের এই শুল্কের অপব্যবহার ‘গ্লোবাল সাউথ’-এর দেশগুলোকে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোকে, বিকাশের অধিকার থেকে বঞ্চিত করছে। এই অঞ্চলের সর্ববৃহৎ উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের একসঙ্গে দাঁড়ানো উচিত…।”
২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর থেকে ভারত ও চিনের সম্পর্ক ছিল অবিশ্বাস আর উত্তেজনায় ঘেরা। উদ্বেগজনক হারে বেড়েছিল সীমান্তে সেনা মোতায়েন। অবশেষে ২০২৪ সালের অক্টোবর মাসে টহল সংক্রান্ত একটি চুক্তিও হয়েছে দু দেশের মধ্যে।চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের মতে, গত বছর রাশিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চিনের প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে বৈঠকের পর থেকে ভারত এবং চিনের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি হয়েছে।
এমন পরিস্থিতিতে দিল্লিকে বেজিংয়ের বার্তাকে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।গোটা বিশ্বের অর্থনীতিতে চিন তার প্রভাব তুলে ধরে বলেছে, “বিশ্বব্যাপী বার্ষিক বৃদ্ধির প্রায় ৩০ শতাংশ আসে চিন থেকে। আমরা বিশ্ব বাণিজ্য ব্যবস্থাকে রক্ষা করতে বাকি বিশ্বের সঙ্গে কাজ করে যাব।”