বঙ্গবার্তা ব্যুরো,
তিনি ‘খুব শিগগিরই’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন বলে সাংবাদিকদের জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে দুই দেশের কর্তারা সৌদি আরবে ইউক্রেন যুদ্ধ অবসান নিয়ে আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই বৈঠকটি আগামী কয়েকদিনের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে। সেই সময়েই পুতিনের সাক্ষাৎ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন যে এই বৈঠকের জন্য কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি, তবে এটা খুব শিগগিরই হতে পারে। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই তথ্য সামনে এনেছে।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গে জানান, পুতিন যুদ্ধ বন্ধ করতে চান। ট্রাম্পের রাশিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ করার বিষয়টি ইউক্রেন ও ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। ইউরোপের দেশগুলোর আশঙ্কা, ট্রাম্প তাদেরকে পাশ কাটিয়ে সরাসরি রাশিয়ার সঙ্গে চুক্তিতে সম্মতি দিতে পারেন। এর ফলে ইউক্রেনের কিছু ভূখণ্ড রাশিয়ার দখলে চলে যেতে পারে এবং পুতিনের দাবি পূরণ হতে পারে।পুতিনের দাবি, ইউক্রেনকে ন্যাটো জোটে যোগ দেওয়ার ‘আকাঙ্ক্ষা’ ছাড়তে হবে এবং ইতিমধ্যে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ২০ শতাংশ ভূখণ্ডের দাবি ছাড়তে হবে জেলেনস্কিকে।
পুতিনের সঙ্গে তাড়াতাড়িই দেখা হবে, জানিয়ে দিলেন ট্রাম্প
