শান্তি ফেরাতে মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত ইউক্রেন,রাশিয়ার সিদ্ধান্তের অপেক্ষা

বঙ্গবার্তা ব্যুরো,
মার্কিন যুক্তরাষ্ট্রের উত্থাপিত ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি দিল ইউক্রেন। তিন বছর ধরে চলা যুদ্ধ থামানোর পথে এই সম্মতি নিঃসন্দেহে এক বড় অগ্রগতি। মঙ্গলবার সৌদি আরবের জেড্ডায় মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদের মধ্যে হওয়া আলোচনার শেষে এক যৌথ বিবৃতিতে কিয়েভের এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। জেলেনস্কির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার রাশিয়াকেও যুদ্ধবিরতির প্রস্তাব মানতে অনুরোধ জানাবে আমেরিকা। কয়েক দিন আগেই হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে নজিরবিহীন বাগ্বিতণ্ডা হয়, যা ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পরিস্থিতিকে আরও ঘোরালো করে তোলে। হোয়াইট হাউস থেকে বেরিয়েই ইউরোপীয় ইউনিয়নের দেশ গুলির কাছে যান জেলেনস্কি। ইউক্রেনের সংকটে জেলেন্সকির পাশে দাঁড়ায় ইউরোপের দেশগুলিও। এদিকে, ওভাল অফিসে সেই উত্তপ্ত বিতর্কের পর ওয়াশিংটন ইউক্রেনের সঙ্গে সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য বিনিময় স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।
এই প্রেক্ষাপটে তিন বছর ধরে চলমান রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধের সম্ভাবনা খুঁজতে সৌদি আরবে শুরু হয় মার্কিন যুক্তরাষ্ট্র-ইউক্রেন শান্তি আলোচনা। জেড্ডায় অনুষ্ঠিত আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সেক্রেটারি অব স্টেট, আর ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রেসিডেন্ট জেলেনস্কির কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমাক।
তবে ইউক্রেন যুদ্ধবিরতির জন্য রাজি হলেও রাশিয়ার অবস্থান কী হবে, সেটাই বড় প্রশ্ন।মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইউক্রেন যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। আশা করি প্রেসিডেন্ট পুতিনও সম্মত হবেন। অন্যদিকে বৈঠক শেষে মার্কিন বিদেশমন্ত্রী সাংবাদিকদের বলেন,বল এখন রাশিয়ার কোর্টে।