স্বচ্ছতা ইস্যুতে ফের বিচারবিভাগের বিরুদ্ধে ক্ষোভ উপরাষ্ট্রপতি ধনকরের

Published By Subrata Halder, 20 May 2025, 02:58 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
দেশের বিচার ব্যবস্থায় স্বচ্ছতা নিয়ে ফের প্রশ্ন তুললেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। দিল্লির বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে আগুন লাগা এবং নগদ টাকা উদ্ধারের ঘটনায় এখনো এফআইআর না হওয়ায় তিনি প্রশ্ন তুললেন। উপরাষ্ট্রপতি
বলেন এই ঘটনা কি দেশের বিচারব্যবস্থাকে কালিমালিপ্ত করে নি ? বিচারপতি যশবন্ত বর্মার মামলার দ্রুত তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।ধনকড় বলেন, একজন বিচারপতির বাড়ি থেকে এত টাকা উদ্ধার হল, কোথা থেকে টাকা এলো, দেশের মানুষের তা জানার অধিকার আছে। তার বক্তব্য, মনে করা যেতে পারে এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে।
তিনি বলেন নিয়ম অনুযায়ী সুপ্রিমকোর্ট বা হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে কোন মামলা করার আগে অনুমতি নেওয়া দরকার। সুপ্রিম কোর্টের উচিত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা। বিচারপতি বর্মার ঘটনায় সাক্ষীদের কাছ থেকে ইলেকট্রনিক্স ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি বলেন এটা করা হয়েছে তিন বিচারপতির অভ্যন্তরীণ কমিটির নির্দেশে। এটা যথেষ্ট উদ্বেগের । তিনি বলেন এখনো পর্যন্ত এই মামলার কোন এফআইআর হলনা কেনো সেই প্রশ্ন তুললেন উপরাষ্ট্রপতি।

21:40