Published By Subrata Halder, 27 May 2025, 07:11 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
বেহাল রাস্তা সারানোর দাবিতে গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝোলালো গ্রামবাসীরা।
মুর্শিদাবাদ জেলার অন্তর্গত কান্দি মহকুমার ভরতপুর এক নম্বর ব্লকের গড্ডা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাশিপুর এলাকা থেকে বড়ঞা ব্লকের বদিনাথপুর অব্দি রায় ১০ কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য। গ্রামবাসীদের দাবি কয়েক বছর আগে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে রাস্তায় সংস্কারের কাজ হয়েছিল, তবে গত এক বছর ধরে রাস্তা ভেঙেচুরে খানা খন্দে ভর্তি হয়ে গেছে। বেহাল রাস্তা বৃষ্টির হওয়ায় কার্যত যাতায়াত বন্ধ হয়েছে বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের প্রায় ১০ কিলোমিটার এই রাস্তা নিয়ে চরম সমস্যায় ভুগছে এলাকার ৮ থেকে আশি বাসিন্দারা। হাসপাতালে প্রসূতি থেকে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের পক্ষে যাতায়াত অসম্ভব হয়ে পড়ছে । প্রতিবাদে ওই এলাকার বাসিন্দারা ও বেশ কিছু গাড়ি চালক একত্রিত হয়ে বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা না পেয়ে ক্ষোভে গড্ডা গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ ও পথ অবরোধ শুরু করেন। প্রায় এক ঘন্টা ধরে চলে এই অবরোধ। পরে ভরতপুর থানার ভারপ্রাপ্ত অধিকারীকের আশ্বাসে স্বাভাবিক হয় যান চলাচল। খুলে দেওয়া হয় গ্রাম পঞ্চায়েত অফিসের তালা। যদিও এই নিয়ে কোনো কথা বলতে রাজি হয়নি পঞ্চায়েতের প্রতিনিধিরা।