অভিষেকের বৈঠক নিয়ে তুমুল কৌতূহল তৃণমূলে

বঙ্গবার্তা ব্যুরো,
ঘোষণা আগেই করা হয়েছিল। ১৫ তারিখ ভার্চুয়াল মিটিং করবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।তাঁর সেই পূর্ব নির্ধারিত বৈঠক নিয়েই তৃণমূলের অন্দরে এখন বিস্তর জল্পনা শুরু হয়েছ।
প্রথমে ঠিক ছিল অভিষেক ভোটার লিস্ট স্ক্রুটিনির কাজে গঠিত কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। পরে জানা যায় সেই বৈঠকে ডাকা হয়েছে দলের সর্বস্তরের নেতাদের। বিধায়ক, জেলা সভাপতি, পুরসভার চেয়ারম্যান, কলকাতা পুরসভার সমস্ত কাউন্সিলার মানে দলের প্রায় সব পদাধিকারীদের। জল্পনা এই নিয়েই। হঠাৎ কেন অভিষেক এতবড় মিটিং ডাকলেন?
দলের অন্দরে কথা হচ্ছে নেত্রী কি এই মিটিং এর বর্ধিত চেহারার কথা জানেন। অনেকেই বলছেন তাঁকে না জানিয়ে অভিষেক এতবড় বৈঠক করতেন না। অনেকে আবার বলছেন বৈঠকের বহর দেখে বলাই যায় তা শুধু ভোটার তালিকা সংশোধনের আলোচনায় সীমাবদ্ধ থাকবে না। আর জল্পনা তাই নিয়ে। অভিষেক যদি অন্য কোনও বিষয়ে কথা বলেন তাহলে সেটাই কি দলের গাইড হিসেবে গণ্য হবে? এই পরিস্থিতিতে তৃণমূলের নেতা কর্মীরা অপেক্ষায় আছেন বৈঠকে অভিষেক কী বলেন তা শোনার জন্য।